সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭০তম সাধারণতন্ত্র দিবস৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের শক্তি প্রদর্শন করে এদিন রাজপথ কাঁপাল অত্যাধুনিক সেলফ প্রপেলড আর্টিলারি গান ‘কে-৯ বজ্র’৷ ছিল এম-৭৭৭ হাউৎজার ও টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক৷ ভারতীয় সেনার এহেন নিত্যনতুন যুদ্ধাস্ত্র দেখে হাজার হাজার দেশবাসীর বুক গর্বে ফুলে উঠল৷ ফের দুনিয়া টের পেল, ভারতের সার্বভৌমত্বে আঘাত হানলে থাবা গুঁড়িয়ে দেওয়া হবে শত্রুর৷
Visuals of the T-90 (Bhishma), the main battle tank of the Indian Army, commanded by Captain Navneet Eric of 45 Cavalry #RepublicDay2019 pic.twitter.com/NjGHg2oMDS
— ANI (@ANI) January 26, 2019
এই প্রথমবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে জনসমক্ষে এল এম-৭৭৭, কে-৯ বজ্র৷ কয়েকদিন আগে ‘বজ্র’ কামানে সওয়ার হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এছাড়াও এদিন রাজপথে দেখা মেলে এম-৭৭৭ হাউৎজারের৷ এম-৭৭৭ আল্ট্রা লাইট হাউৎজার কামান সদ্যই হাতে পেয়েছে ভারতীয় সেনা৷ সবমিলিয়ে কয়েক বছরের মধ্যে আমেরিকায় নির্মিত ১৪৫টি এম-৭৭৭ যোগ হবে সেনার ভাণ্ডারে৷ মাত্র ৪ টন ওজন হওয়ায় বিমানে চাপিয়ে এম-৭৭৭’কে সহজেই ১৬ হাজার ফুট উচ্চতায় লাদাখ ও অরুণাচলের ৪,০৫৭ কিলোমিটার বিস্তৃত ভারত-চিন সীমান্তে নিয়ে যাওয়া সম্ভব৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-তে অতন্দ্র প্রহরায় নিযুক্ত থাকবে এম-৭৭৭৷ প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম এই হাউৎজার৷ হালকা ওজনের জন্য হেলিকপ্টারে করে সহজেই যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা যায় এটিকে৷
Visuals of the K-9 Vajra-T, a self-propelled howitzer, commanded by Captain Devansh Bhutani #republicdayindia pic.twitter.com/czufPJMQBK
— ANI (@ANI) January 26, 2019
এদিকে দক্ষিণ কোরিয়ায় নির্মিত কে-৯ বজ্রকে বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না৷ স্বয়ংক্রিয় হওয়ায় পরিস্থিতি বুঝে গতি ও পথ পালটাতে পারে এই কামানটি৷ জানা গিয়েছে, ‘কে ৯ বজ্র’ নামের বন্দুকটির সর্বোচ্চ পাল্লা ২৮ থেকে ৩৮ কিলোমিটার৷ ‘বার্স্ট মোড’-এ ৩০ সেকেন্ডে তিন রাউন্ড শেল ছুঁড়তে সক্ষম এটি৷ ‘ইনটেন্স মোড’ চালু করলে ৬০ মিনিটে ৬০টি গোলা ছুঁড়তে পারে। বফর্স কামান দাগতে আটজন সেনার প্রয়োজন হয়৷ তুলনায় মাত্র পাঁচজনের দলই ‘বজ্র’ চালাতে সক্ষম৷ এছাড়াও কুচকাওয়াজে শামিল হচ্ছে ভারতীয় সেনার টি-৯০ ট্যাঙ্ক৷ থাকছে আকাশ মিসাইল সিস্টেম৷ সবমিলিয়ে, এবার ভারতীয় সেনার বাহুবলের সাক্ষী থাকল বিশ্ব৷ এদিকে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে৷ যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সম্পূর্ণ প্রস্তুত প্রশাসন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.