Advertisement
Advertisement

Breaking News

Nupur Sharma

Nupur Sharma: ‘বিচারপ্রক্রিয়ায় বাধা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ট্রায়াল’, নূপুর শর্মা বিতর্কে তোপ সুপ্রিম কোর্টের বিচারপতির

ডিজিটাল মিডিয়া অর্ধসত্য ছড়াচ্ছে, বললেন বিচারপতি।

Justice JB Pardiwala calls for regulation of social media | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 3, 2022 7:37 pm
  • Updated:July 3, 2022 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতির নিশানায় সোশ্যাল মিডিয়া। বিচারপতি জেবি পারদিওয়ালার (Justice JB Pardiwala) অভিযোগ, সোশ্যাল মিডিয়া অর্ধসত্য প্রচার করে। মিডিয়া ট্রায়াল আদালতের বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে বলে দাবি তাঁর। সুপ্রিম কোর্টে বিচারপতি পারদিওয়ালা বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) তীব্র সমালোচনা করেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নেটিজেনদের একাংশ।

রবিবার এক ভারচুয়াল অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়া (Social Media), বিচারপ্রক্রিয়া এবং ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খোলেন বিচারপতি। তাঁর কথায়, “সোশ্যাল মিডিয়া অর্ধসত্য তথ্যে ভরা। এমন কিছু মানুষ এই মিডিয়া ব্যবহার করছেন যাঁরা এই তথ্যে বিশ্বাস করেন। তাঁরা আইনের শাসন, বিচারপ্রক্রিয়া, তথ্যপ্রমাণ বোঝেন না।” এখানেই থামেননি বিচারপতি, ক্ষোভ উগরে দিয়েছেন মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধেও। 

Advertisement

[আরও পড়ুন: ‘কলকাতায় আসছেন মিঠুনদা, যাবেন বিজেপি পার্টি অফিসেও’, দাবি সুকান্ত মজুমদারের]

বিচারপতি পারদিওয়ালার কথায়, “বিচারপ্রক্রিয়া আদালতে হওয়ার কথা। অথচ ডিজিটাল মিডিয়া এই বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। যা একেবারে উচিৎ নয়। এবার লক্ষ্মণরেখা অতিক্রম করে যাচ্ছে।” একইসঙ্গে তাঁর অভিযোগ, ডিজিটাল মিডিয়া অর্ধসত্য ছড়াচ্ছে। এটা আরও বেশি সমস্যা তৈরি করছে। বিচারপতি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় বিচারপতিদের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনার বদলে ব্যক্তিগত মতামত দেওয়া হচ্ছে। যা বিচার প্রতিষ্ঠানের ক্ষতি করছে। আদালতের মর্যাদা নষ্ট করছে।” সংবিধান অনুযায়ী আইনের শাসন রক্ষা করতে হলে এবার সোশ্যাল মিডিয়াকে নিয়মে বেঁধে রাখা দরকার বলে মনে করছেন বিচারপতি। 

উল্লেখ্য, পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির (BJP) বহিষ্কৃত মুখপাত্র নূপুরকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট বলেছে, “নূপুর শর্মার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, অবিবেচকের মতো। রাজনৈতিক দলের মুখপাত্র হলেই যা মুখে এল, তা বলে দেওয়া যায় না।” সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নূপুরের (Nupur Sharma) মন্তব্যের জন্যই দেশে হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয়েছে, দেশে আগুন জ্বলছে। এমনকী উদয়পুরের নৃশংস ঘটনার নেপথ্যেও দায়ি নূপুর শর্মার উসকানিমূলক মন্তব্য। এর জন্য ক্ষমা চাইতেও দেরি করেছেন তিনি। তাঁর উচিত প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চাওয়া। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শীর্ষ আদালতের বিরুদ্ধে বিষোদগার চলছে। এদিন সেই প্রবণতাকে বিপজ্জনক বলে মন্তব্য করে সতর্ক করলেন বিচারপতি পারদিওয়ালা। 

[আরও পড়ুন: উরু এফোঁড়-ওফোঁড় করে ঢুকল রড, জটিল অস্ত্রোপচারে কিশোরকে বাঁচাল কাটোয়া হাসপাতাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement