ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার জেরে বিশ্বজুড়ে মৃত্যুমিছিল চলছে। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। শনিবার ভারতে এই মারণ ভাইরাসের প্রকোপে মৃত্যু হল প্রাক্তন লোকপাল সদস্য ও বিচারপতি একে ত্রিপাঠীর। প্রাথমিকভাবে হাসপাতালের তরফে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হলেও তিনি করোনায় আক্রান্ত হয়েই মারা গিয়েছেন বলে সূত্রের দাবি।
Deeply condole the sad demise of Justice Ajay Kumar Tripathi Member (Judicial) Lokpal.
He was a distinguished judge of Patna High Court & Chief Justice of Chhattisgarh HC. We had practiced together in Patna HC too.
Sincere condolences to his wife Alka Tripathi & entire family.— Ravi Shankar Prasad (@rsprasad) May 2, 2020
গত ২ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে ভরতি করা হয়েছিল। শনিবার রাত পৌনে নটা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রয়াত হওয়ার সময়ে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর কন্যা এবং রাঁধুনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁরা সেরে উঠেছেন।
বিচারপতি একে ত্রিপাঠী লোকপালের প্রাক্তন সদস্য হওয়ার পাশাপাশি ছত্তিশগড় হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিও ছিলেন। গত ২০ মার্চ শেষবার অফিসে যান তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২ এপ্রিল থেকে এইমসের ট্রমা কেয়ার সেন্টারের আইসিইউতে ভরতি ছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু, তাঁকে বাঁচানো যায়নি। রাত পৌনে ন’টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। দুর্নীতিদমনে গঠিত অম্বুডসম্যান সংস্থা লোকপালের চারজন বিচারবিভাগীয় সদস্যের অন্যতম ছিলেন তিনি।
তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরেই শনিবার রাত সাড়ে দশটা নাগাদ টুইট করে শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। তিনি লেখেন করেন, ‘বিচারপতি অজয় কুমার ত্রিপাঠি (লোকপাল সদস্য) মৃত্যুতে আমি শোকাহত। পাটনা হাই কোর্টের বিখ্যাত ওই বিচারপতি একসময়ে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতিও ছিলেন। পাটনা হাই কোর্টে আমরা একসঙ্গে প্র্যাকটিসও করতাম। তাঁর স্ত্রী অলকা ত্রিপাঠি ও পরিবারের অন্য সদস্যদের আন্তরিক সমবেদনা জানাই।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.