ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম রাইফেলস ও অরুণাচল প্রদেশ পুলিশের যৌথ অভিযানে খতম হল ৬ নাগা জঙ্গি। উভয়পক্ষের গুলির লড়াইয়ে জখম হয়েছেন অসম রাইফেলসের এক জওয়ানও। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের লংডিং জেলায়।
Jt team of Assam Rifles & Arunachal Pradesh Police conducted an early morning action today in Longding dist near Nginu village. 6 NSCN -IM armed cadre killed, 1 Assam Rifle personnel injured. 4 AK-47, 2 Chinese MQ recovered so far. Operation on: RP Upadhyaya,DGP Arunachal Pradesh pic.twitter.com/K1bW8zuTvO
— ANI (@ANI) July 11, 2020
কিছুদিন ধরেই অরুণাচল ও অসমের বিভিন্ন এলাকায় চিনের মদতপুষ্ট ন্যাশনাল সোসালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড আই এম (NSCN -IM) গোষ্ঠীর সদস্যরা সক্রিয় হয়ে উঠছে বলে খবর পাওয়া যাচ্ছিল। শুক্রবার রাতে গোয়েন্দাদের সূত্রে খবর পেয়ে অরুণাচলের লংডিং জেলার এনগিনু গ্রামে অভিযান চালায় অসম রাইফেলস ও অরুণাচল প্রদেশ পুলিশের যৌথবাহিনী। আর শনিবার ভোরে জঙ্গিদের সন্ধান মিলতেই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। এর জেরে খতম হয় ৬ নাগা জঙ্গি। জখম হন অসম রাইফেলসের এক জওয়ান। এখনও বাকি জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
এপ্রসঙ্গে অরুণাচল প্রদেশের ডিজিপি (DGP) আরপি উপাধ্যায় জানান, শনিবার ভোর লংডিং জেলার এনগিনু গ্রামে ৬ নাগা জঙ্গিকে খতম করেছে অসম রাইফেলস ও অরুণাচল পুলিশের যৌথবাহিনী। এর ফলে অসম রাইফেলসের এক জওয়ানও জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি একে ৪৭ রাইফেল ও চিনের তৈরি দুটি ড্রোন (Chinese MQ) উদ্ধার হয়েছে। বাকি জঙ্গিদের সন্ধানে তল্লাশি চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.