Advertisement
Advertisement
Mallikarjun Kharge

হিন্ডেনবার্গের নয়া রিপোর্ট, মোদিকে দুষে সংসদীয় কমিটির তদন্ত দাবি খাড়গের

'বন্ধুকে বাঁচাতে সাংবিধানিক সংস্থার দফারফা', মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খাড়গের।

JPC imperative to probe 'massive scandal', says Mallikarjun Kharge after Hindenburg allegations
Published by: Amit Kumar Das
  • Posted:August 11, 2024 7:47 pm
  • Updated:August 11, 2024 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেবির শীর্ষকর্তা মাধবী পুরী বুচের বিরুদ্ধে হিন্ডেনবার্গের নয়া রিপোর্ট প্রকাশ্যে আসতেই নতুন করে শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। গোটা ঘটনায় বিরাট দুর্নীতির অভিযোগ তুলে এবার যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর বার্তা, ‘যতদিন না যৌথ সংসদীয় কমিটি (JPC) এই ঘটনার তদন্ত না করেছে ততদিন পর্যন্ত সন্দেহ থাকবেই। আর সেই সন্দেহ এটাই যে গত ৭ দশকের প্রচেষ্টায় যে সাংবিধানিক সংস্থা স্থাপন করা হয়েছিল নিজের বন্ধুকে বাঁচাতে সেই সংস্থার সঙ্গে সমঝোতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’

সেবির বিরুদ্ধে সরব হয়ে এদিন এক্স হ্যান্ডেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, ‘গত বছর আদানির বিরুদ্ধে যে অভিযোগ হন্ডেনবার্গ তুলেছিল তাতে সুপ্রিম কোর্টের সামনে মোদিজির পরম মিত্রকে ক্লিনচিট দিয়েছিল সেবি। আজ সেই সেবি প্রধানের সঙ্গে আদানিদের সম্পর্ক প্রকাশ্যে চলে এসেছে। ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী মধ্যবিত্ত, যারা তাঁদের কষ্টার্জিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করে, তাদের রক্ষা করা প্রয়োজন। কারণ তারা সেবিকে বিশ্বাস করে।’ একইসঙ্গে খাড়গে লেখেন, ‘যতদিন না যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে এই বিরাট দুর্নীতির তদন্ত হচ্ছে ততদিন মোদিজি তার A1 (গৌতম আদানি) বন্ধুকে সাহায্য করে যাবেন এবং দেশের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির দফারফা করতে থাকবেন।’

Advertisement

[আরও পড়ুন: ‘আয় নয়, আত্মহত্যাই দ্বিগুণ হয়েছে’, কৃষক অস্ত্রে শান দিয়ে মোদিকে তোপ পওয়ারের]

হিন্ডেনবার্গের নয়া রিপোর্টে দাবি করা হয়েছে, যে সেবি আদানিদের ক্লিনচিট দিয়েছে সেই সংস্থার প্রধানও আদানিদের থেকে সুবিধাপ্রাপ্ত। আদানি শিল্পগোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধানের। হিন্ডেনবার্গের রিপোর্টে দাবি করা হয় যে, গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশে থাকা সংস্থায় অংশীদারিত্ব রয়েছে সেবি প্রধান এবং তাঁর স্বামীর। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সেবির শীর্ষকর্তা মাধবী পুরী বুচ। এমকী আদানি গোষ্ঠীও এ অভিযোগ উড়িয়ে দাবি করেছে, সংস্থার সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।

[আরও পড়ুন: অগ্নিকাণ্ড? আতঙ্কে হাওড়া-অমৃতসর মেল থেকে লাফ যাত্রীদের, আহত বহু]

উল্লেখ্য, গত বছর জানুয়ারিতে মার্কিন শর্টসেলার সংস্থা দাবি করে, নিজেদের ফায়দার জন্য নানাভাবে ভারতের বাজার প্রভাবিত করছে আদানিরা (Adani Group)। মোদি জমানায় আদানি গোষ্ঠীর উত্থানে বড়সড় দুর্নীতির ইঙ্গিত দেয় হিন্ডেনবার্গ রিসার্চ। ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই হু হু করতে পড়তে থাকে আদানিদের শেয়ারের দাম। হিন্ডেনবার্গের রিপোর্টেই বলা ছিল, এর জেরে আদানি গোষ্ঠীর ৮৫ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত সেই পূর্বাভাস মিলেও যায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement