Advertisement
Advertisement

Breaking News

Manmohan Singh Funeral

‘নোংরা রাজনীতি করবেন না’, মনমোহনের সমাধি বিতর্কে রাহুলকে পালটা নাড্ডার

নাড্ডার জবাব, সোনিয়া গান্ধীকে 'সুপার পিএম' করে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী থাকাকালীন অপমান করেছে, তাঁদের এমন নোংরা রাজনীতি করা সাজে না।

JP Nadda's 'Super PM' Swipe On Congress Over Manmohan Singh Funeral
Published by: Subhajit Mandal
  • Posted:December 29, 2024 9:20 am
  • Updated:December 29, 2024 9:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ বিতর্কে এবার আসরে নামলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। রাহুল গান্ধীকে বিজেপি সভাপতির জবাব, যে কংগ্রেস সোনিয়া গান্ধীকে ‘সুপার পিএম’ করে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী থাকাকালীন অপমান করেছে, তাদের এমন নোংরা রাজনীতি করা সাজে না।

শনিবার মনমোহন সিংয়ের শেষকৃত্যের পরই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, যোগ্য সম্মান দেওয়া তো দূর। প্রয়াণের পরও মনমোহন সিংকে অপমান করছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যেভাবে নিগমবোধ ঘাট শ্মশানে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হল, সেটা তাঁর পক্ষে অপমানজনক। রাহুলের দাবি, ‘এর আগে আর কোনও প্রধানমন্ত্রীর শেষকৃত্য নিগমবোধ শ্মশানে হয়নি। স্মৃতিসৌধ বা অন্ত্যেষ্টিস্থলেই সব প্রধানমন্ত্রীর শেষকৃত্য হয়, যাতে সাধারণ নাগরিকরা সহজে দর্শন করতে পারেন।”

Advertisement

রাহুলের সেই অভিযোগের জবাবে জেপি নাড্ডা এদিন বলেন, জীবিত অবস্থায় কংগ্রেস কোনও দিন অগান্ধী কোনও নেতাকে ন্যূনতম সম্মান দেয়নি। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন সোনিয়া গান্ধীকে ‘সুপার পিএম’ হিসাবে বসিয়ে মনমোহন সিংয়ের মতো সম্মানীয় ব্যক্তিত্বের ভাবমূর্তি নষ্ট করেছে তাঁরাই এখন সমাধিস্থল নিয়ে নোংরা রাজনীতি করছে। নাড্ডার বক্তব্য, কংগ্রেসের সরকার থাকাকালীন শুধু নেহেরু-গান্ধী পরিবারের সদস্যদের নামে অন্তত ৬০০ সংস্থা-সরকারি প্রকল্পের নামকরণ করেছে। অথচ অন্য নেতাদের সেভাবে সম্মানই দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের কথা উল্লেখ করেছেন নাড্ডা। তাঁর অভিযোগ, নরসিমা রাওয়ের প্রয়াণের পর দিল্লির রাজঘাট এলাকায় তাঁর সমাধি এবং শেষকৃত্যের অনুমতি দেননি সোনিয়া। এমনকী তাঁর দেহ কংগ্রেস দপ্তরেও নিয়ে যাওয়া হয়নি। হায়দরাবাদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিজেপি সভাপতির সাফ কথা, যে কংগ্রেস গান্ধী পরিবারের বাইরে কোনও নেতাকে ন্যূনতম সম্মান দেয় না, তাঁদের মনমোহন সিংয়ের সমাধি নিয়ে ঘৃণ্য রাজনীতি করা সাজে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement