Advertisement
Advertisement

Breaking News

মেলার মাঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নাগরদোলা, প্রাণ গেল খুদের

বিনোদন বদলে গেল বিষাদে।

Joyride accident in Andhra Pradesh amusement park, 1 killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2018 1:52 pm
  • Updated:May 28, 2018 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার ইকো পার্কের স্মৃতি ফিরল সুদূর অন্ধ্রপ্রদেশে। জয় রাইডের নাটবল্টু খুলে যাওয়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল অনন্তপুর শহরে। নাগরদোলা চড়তে গিয়ে প্রাণ গেল ১০ বছরের এক বালিকার। দুর্ঘটনায় আহত ছয়। তাদের মধ্যে তিন শিশুও রয়েছে। ফের প্রশ্নের মুখে জয়রাইডের রক্ষণাবেক্ষণ। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

[মাও অধ্যূষিত এলাকায় উদ্ধার প্রায় ১৬০০ কেজি গাঁজা, বড় সাফল্য এনসিবির]

Advertisement

বিনোদন পার্ক নয়, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মেলায়। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর শহরের জুনিয়র কলেজ মাঠে মেলা বসেছে। রবিবার সন্ধ্যায় সন্তানদের নিয়ে মেলায় ভিড় করেছিলেন অভিভাবকরা। আর মেলা মানে তো শুধু খাওয়া-দাওয়া কিংবা ঘোরা নয়, জয়রাইডের চড়ার আনন্দও বটে। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় সেই আনন্দই বদলে গেল বিষাদে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নাগরদোলার নাটবল্টুটি আলগা ছিল। মেলার মাঠে যাঁরা নাগরদোলাটি চালাচ্ছিলেন, তাঁদেরকে সতর্ক করেছিলেন অভিভাবকরা। কিন্তু, বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি কেউ-ই। ফলে যা হওয়ার, তাই হল। চলন্ত অবস্থা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নাগরদোলাটি। অনেকটা উঁচু থেকে মাটিকে ছিটকে পড়ে বছর দশেকের এক বালিকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনায় আহত তিনজন শিশু-সহ মোট ছয় জন। দুর্ঘটনার পর যিনি নাগরদোলাটি চালাচ্ছিলেন, তাঁকে অভিভাবকরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। অভিভাবকদের দাবি, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে এই ঘটনার জয়রাইডগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বছর দুয়েক আগে চেন্নাইয়ে পরীক্ষামূলকভাবে একটি জয়রাইড চালানোর সময়ে দুর্ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল ১ জনের। আহত হয়েছিলেন ২৫ জন।

[রাতে প্রাক্তন প্রেমিককে বাড়িতে ডেকে পুরুষাঙ্গ কেটে দিল যুবতী]

তবে অন্ধ্রপ্রদেশ বা চেন্নাইয়ে নয়, জয়রাইড ভেঙে পড়ার ঘটনা ঘটেছে খাস কলকাতাতেও। গত এপ্রিল মাসের এক সন্ধ্যায় প্রবল ঝড়-বৃষ্টিতে একটি জয়রাইড ভেঙে পড়েছিল রাজারহাটের ইকো পার্কে। প্রাণহানির ঘটনা না ঘটলেও, আহত হয়েছিল ১০ জন শিশু।

 

[কাশ্মীরে সিবিএসই পরীক্ষায় প্রথম বিচ্ছিন্নতাবাদী নেতার মেয়ে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement