Advertisement
Advertisement
Madhya Pradesh

‘বিজেপিতে না এলে বাড়ি গুঁড়িয়ে দেব বুলডোজারে’, মধ্যপ্রদেশে কংগ্রেস নেতাদের হুমকি মন্ত্রীর

বিজেপির এই বুলডোজার সংস্কৃতি প্রথম দেখা গিয়েছিল যোগীরাজ্যে।

'Join BJP, or bulldozer', MP minister to Congress leaders। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 20, 2023 1:39 pm
  • Updated:January 20, 2023 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুলডোজার নিয়ে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। বিশেষ করে গোবলয়ের বিজেপি শাসিত রাজ্যগুলিতে। কিন্তু এরপরও গেরুয়া শিবির যে তাদের নীতি থেকে সরতে রাজি নয়, তা দেখা গেল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। সেখানে কংগ্রেস নেতাদের সরাসরি প্রস্তাব দেওয়া হচ্ছে, বিজেপিতে যোগ না দিলে গুঁড়িয়ে দেওয়া হবে বাড়ি। এমনই অভিযোগ হাত শিবিরের।

সামনেই রাজ্যের গুনা জেলায় পুর ভোট। তার ঠিক আগেই পঞ্চায়েত মন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়ার একটি মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”বিজেপিতে (BJP) যোগ দিন। ধীরে ধীরে শাসক দলের দিকে চলে আসুন। ২০২৩ সালে ভোট আছে। বিজেপি সরকার গড়বে। মামার (মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এই নামেই ডাকা হয়) বুলডোজার তৈরি রয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: স্রেফ রাইফেলের বাট দিয়ে ৩ সশস্ত্র ডাকাতকে নাস্তানাবুদ! ভাইরাল দুই বীরাঙ্গনা কনস্টেবলের ভিডিও]

স্বাভাবিক ভাবেই তাঁর এহেন মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে অপরাধীদের দমন করে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলা হয়। আর সেক্ষেত্রে অপরাধের অভিযুক্তদের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়াও খুব পরিচিত ঘটনা। সেই বুলডোজারকেই কার্যত বিরোধীদের ভয় দেখাতে ব্যবহার করার অভিযোগও এবার উঠল বিজেপির বিরুদ্ধে। এহেন হুঁশিয়ারির বিরুদ্ধে পালটা দিয়েছে কংগ্রেসও। গুনার জেলাপ্রধান হরিশংকর বিজয়বর্গীয় বলেছেন, ”নিজের ভাষায় সংযম আনুন উনি। মানুষ কিন্তু নির্বাচনে ওঁকে উত্তর দেবে।”

উল্লেখ্য, বিজেপির এই বুলডোজার সংস্কৃতি প্রথম দেখা গিয়েছিল যোগীরাজ্যে। এরপর তা মধ্যপ্রদেশেও আমদানি হতে দেখা গিয়েছিল গত বছরই। সেই সময় এক মর্মান্তিক গণধর্ষণের ঘটনার পর স্থানীয় প্রশাসন ধর্ষণে অভিযুক্ত তিন জনের বাড়ি বুলডোজার (Bulldogger) দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল। মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় নির্যাতিতা কিশোরীকে অপহরণ করে অভিযুক্তরা। রাস্তা থেকে নির্যাতিতাকে উদ্ধার করে তার বাবা। উদ্ধারের সময় সে জ্ঞানহীন অবস্থায় ছিল। ধর্ষণের পাশাপাশি তাকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ প্রমাণের আগেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। তিন অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত, কিন্তু…’, পাকিস্তানকে বার্তা দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র]

স্থানীয়দের বক্তব্য, অন্য অভিযুক্তদেরও কড়া ‘শাস্তি’ দেওয়া হবে। তাদের বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। যদিও পরে স্থানীয় প্রশাসন সাফাই দেয়, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের বসতবাড়ির ‘বেআইনি’ নির্মাণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement