সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ গেম ব্লু হোয়েলের খপ্পরে পড়ে নিজের জীবনটাই শেষ করে দিতে চেয়েছিল সে। কিন্তু, পুলিশি তৎপরতায় সে চেষ্টা সফল হয়নি। ২৪ ঘণ্টার মধ্যেই ফের আত্মহত্যার চেষ্টা করল রাজস্থানের বছর সতেরোর এক কিশোরী। আপাতত গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি সে।
[মারণ গেম ‘ব্লু হোয়েল’ নিষিদ্ধ করার পথে গুজরাট সরকার]
পুলিশ সূত্রে খবর, অনলাইন গেম ব্লু হোয়েল খেলতে খেলতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল ওই কিশোরী। সেখানে তাকে হয় নিজের জীবন, না হলে পরিবারের অন্য কোনও সদস্যের জীবন কেড়ে নিতে বলা হয়। নিজের পরিবারকে বাঁচাতে আত্মহননের পথ বেছে নিয়েছিল ওই কিশোরী। সোমবার রাতে বাড়ির কাছে একটি হ্রদের জলে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল সে। হ্রদে ঝাঁপও দেয়। কিন্তু ঘটনাটি চোখে পড়ে যায় স্থানীয় এক ক্যাব চালকের। পুলিশের খবর তিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে হ্রদ থেকে উদ্ধার করে।
[রাশিয়ায় পুলিশের জালে ‘ব্লু হোয়েল’-এর অন্যতম মাস্টারমাইন্ড]
এরপর বাড়িতে একদিন থাকার পর ফের পুরনো ভূত চাপে ওই কিশোরীরা। মঙ্গলবার রাতে নিজের বাড়ি ঘুমের ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা করে দশম শ্রেণির ওই ছাত্রী। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকেরা। এখন ICU-তে ভরতি রয়েছে সে। হাসপাতাল সূত্রে খবর, এখন বিপন্মুক্ত হলেও, ওই কিশোরীকে পর্ষবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, মানসিক অবসাদে দ্বিতীয় আত্মহত্যার চেষ্টা করেছিল ওই কিশোরী। একটু সুস্থ হলে তার কাউন্সেলিং শুরু হবে।
[গৌরীর পর মৌলবাদীদের হিট লিস্টে লেখিকা অরুন্ধতী রায়!]
প্রসঙ্গত, গত কয়েক মাসে দেশে ব্লু হোয়েলের খপ্পরে পড়ে আত্মহত্যা করেছে অনেক কিশোর-কিশোরী। পুলিশের তৎপরতায় বেঁচেও গিয়েছে অনেককে। তামিলনাড়ুতে আবার এই মারণ গেমের নেশা থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে এক কিশোর। কিন্তু, ব্লু হোয়েলের খপ্পর থেকে বেঁচে ফিরে ফের আত্মহত্যা চেষ্টা করছে কোনও কিশোর বা কিশোরী, এমনটা আগে ঘটেনি।
[মৃত্যু নেই, প্রয়াণেও অন্যের চোখে আলো ফোটাবেন গৌরী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.