Advertisement
Advertisement
মোদি

‘মোদি এক্সপ্রেস’ নিয়ে যোধপুরে গেরুয়া শিবিরের প্রচারে অটোচালক

তাঁর অটোই এখন নজর কাড়ছে যোধপুরবাসীর।

Jodhpur auto driver campaigns for Prime Minister Narendra Modi
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 27, 2019 1:51 pm
  • Updated:April 27, 2019 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার দখলে থাকবে দিল্লির মসনদ, তা নিয়ে লড়াই চলছে। কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে কোন দল?  আপাতত সেদিকেই তাকিয়ে দেশবাসী। একইভাবে, নিজেদের জায়গা ধরে রাখতে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা। কিন্তু বাধা-ধরা নিয়মের বাইরে বেরিয়ে অন্যভাবে প্রচার করে সকলের নজর কাড়লেন রাজস্থানের যোধপুরের এক অটোচালক। মোদির হয়ে প্রচার করতে বিজেপির পতাকায় নিজের তিন চাকা সাজিয়ে পথে নেমেছেন তিনি।

[আরও পড়ুন: বিজেপির পাশেই আম্বানি পরিবার! এবার প্রধানমন্ত্রীর সভায় মুকেশ-পুত্র]

যোধপুরের বাসিন্দা ওই অটোচালক। এই ভোটের মরশুমে তাঁর অটোই নজর কাড়ছে সকলের। জানা গিয়েছে, গেরুয়া পতাকায় সাজানো তাঁর অটোর  নাম ‘মোদি এক্সপ্রেস’। এই অটোই ছুটে বেড়াচ্ছে যোধপুরের বিভিন্ন এলাকায়। তিনি চান মোদিজির বার্তা সকলের কাছে পৌঁছে যাক। আরও একবার দিল্লির মসনদে ফিরে আসুক নরেন্দ্র মোদি। সেই কারণেই নিজের মতো করেই প্রচার শুরু করেছেন ওই অটোচালক। জানা গিয়েছে, এর আগেও  রাজস্থানে অমিত শাহের রোড শোয়ে প্রথম দেখা গিয়েছিল ও তাঁকে। সেই সময় রোড শো-এ সবাইকে যোগ দেওয়ার জন্য আহ্বান করতে দেখা গিয়েছিল তাঁকে। এবারও নিজের উদ্যোগে নরেন্দ্র মোদির সমর্থনে পথে নেমে পড়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: নেমপ্লেটে লেখা ডাকু! শুনেই হো-হো হাসেন একদা চম্বলের বিভীষিকা মলখান]

এ প্রসঙ্গে নেমিচাঁদ জানিয়েছেন, “আমি মোদিজির ভক্ত। আমি চাই উনি আবার ক্ষমতায় আসুন। সেই কারণেই সকলের কাছে তাঁর বার্তা, তাঁর চিন্তা ভাবনা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি নিজের মতো করে।” এর পাশাপাশি তিনি নিজেই জানিয়েছেন, “যখন প্রথম যোধপুর সফরে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, তখন আমি সকলের কাছে গিয়ে আবেদন করেছিলাম যেন তারা সেই রোড শোয়ে অংশ নেন। কারণ, আমি চেয়েছিলাম বিজেপির বার্তা পৌঁছে যাক সকলের কাছে।” তাঁরা এই উদ্যোগের ঠিক কতটা প্রভাব পড়বে সকলের মধ্যে, তা বোঝা যাবে ২৩ মে।  প্রসঙ্গত, রাজস্থানের ২৫টি আসনের ভোট হবে দু’দফায়, যথাক্রমে ২৯ এপ্রিল ও ৬ মে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement