Advertisement
Advertisement

Breaking News

জেএনইউ ধর্ষণ-কাণ্ড: বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড ছাত্রনেতা আনমোল

ছাত্রনেতার পাশাপাশি আরও একটি পরিচয় রয়েছে অভিযুক্ত আনমোল রতনের৷

JNU suspends PhD scholar who is accused of raping a student
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 7:37 pm
  • Updated:August 28, 2016 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ কাণ্ডে নাম জড়ানোয় এবার বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড করা হল আনমোল রতনকে৷ দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলারকে আগেই তাঁর দল সর্বভারতীয় ছাত্র সংস্থা বা আইসা দল থেকে বিতাড়িত করা হয়েছিল৷ এবার বিশ্ববিদ্যালয়ও তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিল৷ ধর্ষণের অভিযোগের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল রতনকে৷

২৮ বছরের পিএইচডি বিভাগের এক তরুণী জানিয়েছিলেন, গত ২০ আগস্ট ছেলেদের হস্টেলে নিয়ে গিয়ে তাঁর দিকে পানীয়ের গ্লাস এগিয়ে দেন রতন৷ তরুণীর দাবি, পানীয়তে কিছু মেশালো ছিল৷ যার ফলে ঝিমিয়ে পড়েছিলেন তিনি৷ তারপরই তাঁকে ধর্ষণ করেন রতন বলে অভিযোগ৷ প্রথমে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিলেন জেএনইউ-র এই ‘কৃতি’ ছাত্র৷ তবে ২৪ তারিখ নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি৷ তাঁর ১৪ দিনের জেল হেফাজত হয়েছে৷ এই ঘটনায় তরুণীর পাশে দাঁড়িয়ে রতনকে নির্বাসিত করার দাবিতে সরব হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা৷

Advertisement

জেএনইউ-র তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, রতনের বিরুদ্ধে মামলা চলাকালীন বিশ্ববিদ্যায়লের কোনও ছাত্র যেন তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করার চেষ্টা না করে৷ এমনটা হলে সেই ছাত্র বা ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ৷ পুলিশি তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি জেএসসিএএসএইচ প্যানেল গোটা ঘটনাটি খতিয়ে দেখছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement