Advertisement
Advertisement

Breaking News

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, ধৃত জেএনইউ-এর গবেষক

অজয়ের বিরুদ্ধে আইপিসি ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে৷

JNU PhD scholar arrested on rape charge
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 12:09 pm
  • Updated:September 15, 2016 12:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করায় ধর্ষণের অভিযোগ আনা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক গবেষণারত ছাত্রর বিরুদ্ধে৷ মধ্যপ্রদেশের বাসিন্দা অজয় সিংয়ের বিরুদ্ধে তাঁর প্রেমিকা এই অভিযোগ আনলেন৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার অজয় সিংয়ের বান্ধবী দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ থানায় নিজের প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই বুধবার গ্রেফতার করা হয় জেএনইউ-এর গবেষককে৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ও তাঁর বান্ধবী ২০১০ থেকে সম্পর্কে ছিলেন৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার অজয় বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন৷ কিন্তু এরপর বান্ধবী তাঁকে বিয়ের কথা বললে তিনি গোটা বিষয়টি এড়িয়ে যান৷

Advertisement

অজয়ের বিরুদ্ধে আইপিসি ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে৷

জেএনইউ-এর ছাত্রর বিরুদ্ধে এমন অভিযোগ আসা নতুন ঘটনা নয়৷ এর আগে এক ছাত্রনেতা আনমোল রতনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement