Advertisement
Advertisement

Breaking News

দেশবিরোধী স্লোগান! কানহাইয়া-উমর খালিদদের শাস্তি বহাল রাখল জেএনইউ

বহিষ্কার ও জরিমানার সিদ্ধান্ত৷

JNU panel upholds Umar Khalid, Kanhaiya Kumar’s punishment
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2018 2:08 pm
  • Updated:July 6, 2018 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশদ্রোহীমূলক স্লোগান দেওয়ার অভিযোগে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র নেতা উমর খালিদ, কানহাইয়া কুমার, মুজিব গাত্তো, অনির্বাণ ভট্টাচার্য ও তাদের আরও কয়েকজন সহযোগীর শাস্তি বজায় রাখল তদন্তের জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটি৷ শাস্তিস্বরূপ উমর খালিদ ও তার দুই সহযোগী মুজিব গাত্তো, অনির্বাণ ভট্টাচার্যকে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে৷ পাশাপাশি দশ হাজার টাকার জরিমানা ধার্য করা হয়েছে কানহাইয়া কুমারের জন্য৷

[সকল ধর্মাবলম্বীর জন্য খুলতে হবে পুরীর মন্দির, রথযাত্রার আগে রায় শীর্ষ আদালতের]

Advertisement

জানা গিয়েছে, এই তিন জনের পাশাপাশি আরও ১৩ জন পড়ুয়াকে দোষীসাব্যস্ত করেছে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের ওই তদন্ত কমিটি৷ তবে যেহেতু উমর খালিদ, অনির্বান ভট্টাচার্য ও কানহাইয়া কুমার সেই বিক্ষোভ সমাবেশে প্রধান ভূমিকা পালন করেছিল বলে অভিযোগ ফলে তাদের শাস্তি কঠোর করা হয়েছে৷ বাকিদের শাস্তি কিছুটা হলেও লঘু করা হয়েছে৷ কয়েকজনকে কেবলমাত্র জরিমানার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে পড়া চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং যারা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অথচ অভিযুক্ত, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি৷ ইতিমধ্যেই এই রায়কে স্বাগত জানিয়েছে হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি৷ দোষীদের কঠোর শাস্তি চেয়েছে তারা৷ উলটোদিকে এই রায়ের নিন্দা করেছে জেএনইউ-এর ছাত্র সংগঠন এআইএসই বা আইসা৷ তাদের বক্তব্য, তদন্তের নামে পরিকল্পিত ভাবে দোষী বানানো হয়েছে উমর খালিদ ও কানহাইয়া কুমারদের মতো পড়ুয়াদের৷

[মহাকাশে মানুষ পাঠানোর তোড়জোড়, ‘স্পেস ক্যাপসুল’-এর সফল পরীক্ষা ইসরোর ]

ঘটনার সূত্রপাত, ২০১৬-র ৯ ফেব্রুয়ারি৷ পার্লামেন্ট হামলার মূলচক্রী, জঙ্গি আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে ওই দিন ঐতিহ্যমণ্ডিত জেএনইউ ক্যাম্পাসে একটি সমাবেশের আয়োজন করেছিল ছাত্র সংগঠন এআইএসএ৷ অভিযোগ, সেই সমাবেশ স্থল থেকেই উঠেছিল ভারত ভাঙার ও কাশ্মীর ভাগের স্লোগান৷ জঙ্গি আফজল গুরুর ফাঁসির প্রতিবাদ করে সুর চড়ানো হয়েছিল দেশের বিরুদ্ধে৷ এই বিষয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় অভিযুক্ত হয়েছিল জেএনইউ এর পড়ুয়া উমর খালিদ, অনির্বান ভট্টাচার্য ও তৎকালীন ছাত্র সাংসদ সভাপতি কানহাইয়া কুমার৷ এরপরেই উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা জেএনইউ-সহ গোটা দেশ৷ প্রশ্ন উঠেছিল, ভারতের নাগরিক হয়ে একজন কেমন ভাবে প্রকাশ্যে এমন দেশবিরোধী স্লোগান দিতে পারে? এই ঘটনার পরে গ্রেপ্তার করা হয়েছিল কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য-সহ বেশ কয়েকজনকে৷ সেই নিয়ে জল গড়িয়েছিল দিল্লি হাই কোর্ট পর্যন্ত৷ পরে আদালতের নির্দেশেই গঠিত হয়েছিল এই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement