সংবাদ প্রতিদিন ব্যুরো: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে (JNU University) আন্দোলনের আঁতুড় ঘর বলে থাকেন নিন্দুকেরা। উগ্র হিন্দুত্ববাদীরা তো আবার এই বিশ্ববিদ্যালয়কে দেশবিরোধীদের আখড়া হিসেবেও পরিচয় দিয়ে থাকেন। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সাফল্য বারবার নজর কেড়েছে দেশবাসীর। এবারও ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শ্রুতি শর্মা জেএনইউরই প্রাক্তনী। অন্যদিকে বাড়িতে বসে একার চেষ্টায় সিভিল সার্ভিস পাস করলেন বাংলার বেতাইয়ের মেয়ে দিয়া গোলদার। করোনা কালে বাড়িতে বসে ইউপিএসসির প্রস্তুতি সেরেছিলেন তিনি। হাতেনাতে মিলল সাফল্যও।
সোমবারই প্রকাশিত হয়েছে সিভিল সার্ভিস পরীক্ষার (UPSC Civil Service) চূড়ান্ত ফল। সর্বভারতীয়স্তরের প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় পাশ করেছেন ৬৮৫ জন। তাঁদের মধ্যে প্রথম চারজনই মহিলা। সাফল্যের নিরিখে এবার পুরুষদের টেক্কা দিয়েছেন মেয়েরা। মেধা তালিকার প্রথমে রয়েছেন শ্রুতি শর্মা (Shruti Sharma)। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারীরা হলেন অঙ্কিতা আগরওয়াল, চণ্ডিগড়ের যামিনী শিংলা এবং ঐশ্বর্য বর্মা। পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন উৎকর্ষ দ্বিবেদী।
দিল্লির বাসিন্দা শ্রুতি স্কুলের গণ্ডি টপকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেন্ট স্টিফেন্স কলেজে ভরতি হয়েছিলেন। তার পর যোগ দেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্সিয়াল কোচিং সেন্টারে ভরতি হয়েছিলেন তিনি। তার পরই মিলল সাফল্য। তাৎপর্যপূর্ণভাবে এবার জামিয়া মিলিয়ার এই কোচিং সেন্টার থেকে ২৩ জন পরীক্ষার্থী দেশের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
Congratulations to all those who have cleared Civil Services (Main) Exam, 2021. My best wishes to these youngsters who are embarking on their administrative careers at an important time of India’s development journey when we’re marking Azadi Ka Amrit Mahotsav: PM Modi
(File pic) pic.twitter.com/FDCxzxYmHn
— ANI (@ANI) May 30, 2022
ইউনাইটেড পাবলিক সার্ভিস কমিশনে ৬১২ ব়্যাঙ্ক করেছে তেহট্টে থানার বেতাইয়ের মেয়ে দিয়া গোলদার। বাবা অজিত গোলদার ডব্লিউবিসিএস অফিসার। তাঁর কথায়, “খড়গপুর আইআইটিতে পড়াশোনা চলাকালীন লকডাউন শুরু হয়ে যায়। মেয়ে বাড়িতে বসে না থেকে ইউপিএসসির প্রস্তুতি নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। কোনও কোচিং ছাড়া মেয়ে যে এত ভাল ফল করবে কখনও ভাবতে পারিনি।” দিয়া জানাচ্ছেন, “নিজের মতো করে নোটস তৈরি করে কখনও কখনও টপারদের সঙ্গে ফোনে কথা বলে বা অনলাইনে বিভিন্ন সাইট ঘেঁটে আমি কোচিং ছাড়াই প্রস্তুতি নিয়ে ফেলি।”
ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। টুইটারে তিনি লেখেন, “সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা। আমরা যখন দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, সেই গুরুত্বপূর্ণ সময়ে এই নবপ্রজন্ম আমলা হিসেবে দেশের সেবায় নিজেদের নিয়োগ করছেন। ভবিষ্যতের জন্য তাঁদের অনেক শুভেচ্ছা।” শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Heartiest congratulations to Shruti Sharma, Ankita Agarwal, Gamini Singla, Aishwarya Verma for securing the top 4 positions in Civil Services Examination, 2021. You have done us really proud.(1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) May 30, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.