Advertisement
Advertisement
Jharkhand Assembly Election

ঝাড়খণ্ডে ৩৫ আসনে প্রার্থী ঘোষণা জেএমএম-এর, সস্ত্রীক ভোটের লড়াইয়ে হেমন্ত

মহারাষ্ট্রে ৪৫ আসনে প্রার্থী ঘোষণা একনাথ শিন্ডের শিবসেনার।

JMM releases first list of 35 candidates for Jharkhand Assembly Election
Published by: Amit Kumar Das
  • Posted:October 23, 2024 8:59 am
  • Updated:October 23, 2024 8:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেসের পর এবার প্রার্থী ঘোষণা করল ঝাড়খণ্ডের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম। প্রথম তালিকায় ৩৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এবার সস্ত্রীক ভোটের লড়াইয়ে নামছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বারহাটি থেকে নিজে প্রার্থী হওয়ার পাশাপাশি স্ত্রী কল্পনা সোরেনকে প্রার্থী করা হয়েছে গান্ডে বিধানসভা কেন্দ্র থেকে।

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় গত বারের মত এবারও শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস। আসন রফা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর সিদ্ধান্ত হয়েছে এ বছর জেএমএম এবং কংগ্রেস মিলিয়ে ৮১টির মধ্যে ৭০টি আসনে লড়বে। আরজেডি ও অন্যান্য সহযোগী বামদলগুলির জন্য ছাড়া হবে ১১টি আসন। সেইমতো সোমবার প্রথম দফায় ২১ আসনে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। এবার প্রার্থী ঘোষণা করল জেএমএম। যেখানে হেমন্ত সোরেন ও কল্পনা সোরেনের পাশাপাশি মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যকে ফের টিকিট দেওয়া হয়েছে। চাইবাসা থেকে টিকিট পেয়েছেন দীপক বিড়ুয়া, ঘাটশিলা থেকে প্রার্থী হয়েছেন রামদাস সোরেন, হাফিজুল হাসান (মধুপুর), বেবি দেবী (দামুরি), বৈদ্যনাথ রাম (লাথেরা)-সহ আরও অনেকে।

Advertisement

অন্যদিকে, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার প্রার্থী ঘোষণা করেছে একনাথ শিন্ডের শিবসেনা। প্রথম তালিকায় ৪৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে শিবসেনার তরফে। যেখানে কোপরি পাচপাখাদি আসন থেকে এবার প্রার্থী হয়েছেন শিন্ডে নিজে। মুম্বইয়ের মহিম কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সদানন্দ শঙ্কর সাভারকারকে। উল্লেখ্য, এই রাজ্যে দিনদুয়েক আগে ৯৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে শিন্ডের শিবসেনার শরিক দল বিজেপি।

উল্লেখ্য, ১৩ এবং ২০ নভেম্বর দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে ঝাড়খণ্ডে। ২৩ নভেম্বর গণনা। প্রথম দফায় ভোট হবে ৪৩টি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায়, ২০ নভেম্বর ঝাড়খণ্ডের ৩৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। পাশাপাশি ২০ নভেম্বর একদফাতেই মহারাষ্ট্রের ২৮৮ আসনে হবে বিধানসভা নির্বাচন। দুই রাজ্যেই ভোট গণনা ২৩ নভেম্বর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement