সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে প্রথম দফার পুরনির্বাচন শুরু৷ প্রথম দফার নির্বাচনে ভোটাভুটি চলছে জম্মুর ২৪৭টি, কাশ্মীরের ১৪৯ ও লাদাখের ২৬টি ওয়ার্ডে৷ ১ হাজার ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা৷ সোমবার সকাল সাতটা থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটাভুটি৷ দুপুর দুটো পর্যন্ত চলবে ভোটগ্রহণ৷
#TopStory: Voting begins for 422 of the 1,145 wards in the first of the four phases of urban local bodies elections in #JammuAndKashmir. pic.twitter.com/HXCoBOJ0tH
— ANI (@ANI) October 8, 2018
মাসকয়েক আগে পিডিপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে আসে বিজেপি৷ তারপরই পতন হয় মেহবুবা মুফতির জোট সরকারের৷ আপাতত রাজ্যপাল শাসন জারি রয়েছে উপত্যকায়৷ তারই মাঝে উপত্যকায় শুরু প্রথম দফার পুরনির্বাচন৷ একের পর এক জঙ্গি হামলার ঘটনায় অশান্ত জম্মু-কাশ্মীর৷ তার উপর সোমবারের নির্বাচনে যাতে নতুন করে কোনও অশান্তি তৈরি না হয়, তাই অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ নিরাপত্তার বলয়ে মোড়া উপত্যকার মোট এগারোটি জেলায় চলছে ভোটাভুটি৷ জম্মুর ২৪৭টি, কাশ্মীরের ১৪৯টি ও লাদাখের ২৬টি ওয়ার্ডের মোট ১ হাজার ২৮৩জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা৷ সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের ভিড়ও রয়েছে যথেষ্ট৷ প্রত্যেক নাগরিককেই ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক৷ রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও নির্বাচনে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি৷
১০ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচন৷ ৩৮৪টি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে ওইদিন৷ পরবর্তী অর্থাৎ তৃতীয় দফার নির্বাচন ১৩ অক্টোবর৷ ২০৭টি ওয়ার্ডে হবে ভোটাভুটি৷ চতুর্থ দফার নির্বাচন ১৬ অক্টোবর৷ ১৩২টি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা৷ ভোট গণনা হবে ২০ অক্টোবর৷ ওইদিনই জানা যাবে পিডিপি নাকি অন্য কোনও বিরোধী শক্তি, কাকে বেছে নিলেন ভোটাররা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.