Advertisement
Advertisement
J&K polls

অমরনাথ যাত্রার পরই কাশ্মীরের নির্বাচন! দলকে প্রস্তুত হওয়ার নির্দেশ শাহের

আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ভোট কাশ্মীরে!

J&K polls likely after Amarnath Yatra as Amit Shah holds key BJP meet
Published by: Subhajit Mandal
  • Posted:July 5, 2024 1:37 pm
  • Updated:July 5, 2024 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমরনাথ যাত্রা শেষ হতেই সম্ভবত কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যাবে। বিজেপির দলীয় সূত্রে এমনই ইঙ্গিত। বৃহস্পতিবার দলের কাশ্মীরের নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি ইঙ্গিত দেন, অমরনাথ যাত্রার পরই কাশ্মীরের ভোট ঘোষণা হয়ে যাবে। সেই মতো বিজেপি নেতাদের প্রস্তুত হওয়ারও নির্দেশ দেন শাহ (Amit Shah)।

আগামী ১৯ আগস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা। তারপরই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে শাহ দলের কর্মীদের জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর, বিজেপি জম্মু ও কাশ্মীরের নির্বাচনে সরাসরি কোনও দলের সঙ্গে জোটে যেতে চাইছে না। তবে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে আসন সমঝোতার কথা ভাবা যেতে পারে। বিধানসভা নির্বাচনে কাউকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরা হবে না বলেও জানিয়ে দিয়েছেন শাহ।

Advertisement

[আরও পড়ুন: হাথরাসের স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর, প্রশাসনিক গাফিলতির অভিযোগে বিঁধলেন যোগীকে]

২০১৮ সালের নভেম্বর মাসের পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়নি। ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়। জম্মু ও কাশ্মীরকে ভেঙে দেওয়া হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে- জম্মু ও কাশ্মীর এবং লাদাখ (Ladakh)। তার পর দীর্ঘদিন চলেছে উপত্যকার আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া। গত মে মাসে জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস খসড়া প্রস্তুত করে সরকারের তৈরি কমিটি। ওই মাসেরই ২০ তারিখে বিজ্ঞপ্তি জারি করে তা বলবৎ করে কেন্দ্র সরকার। তারপর থেকেই জল্পনা শুরু হয়, চলতি বছরেই নির্বাচন হতে পারে জম্মু ও কাশ্মীরে।

[আরও পড়ুন: ‘মনে হচ্ছে জয় শাহই বিশ্বকাপ জিতিয়েছেন’, বিশ্বজয়ীদের ছবি দেখে খোঁচা কীর্তি আজাদের

তাছাড়া ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত মামলায় গত ২৯ আগস্ট শীর্ষ আদালত (Supreme Court) জানিয়ে দেয়, উপত্যকায় গণতন্ত্রের পুনরুত্থান জরুরি। ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালের মধ্যে সেরাজ্যের নির্বাচন করাতে হবে। কতদিনে কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সম্ভব, সেটা স্পষ্ট করে জানাতে হবে কেন্দ্রকে। এখনও পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর কোনও সময়সীমা জানাতে পারেনি মোদি সরকার। তবে আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই যে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে নির্বাচন হবে, সেটা বারবার বলেছেন মোদি সরকারের মন্ত্রীরা। সেটাই স্পষ্ট হয়ে গেল বিজেপির প্রস্তুতি বৈঠকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement