Advertisement
Advertisement

Breaking News

J&K

কাশ্মীরে ক্রিকেট খেলার মাঝেই জঙ্গি হামলা, গুলিবিদ্ধ পুলিশকর্মী 

জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

J&K cop shot by terrorists in Cricket Field | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 29, 2023 6:18 pm
  • Updated:October 29, 2023 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের অবসরে স্থানীয় কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) এক পুলিশকর্মী। তখনই তাঁর উপর হামলা চালাল জঙ্গিরা (Terrorist)। গুলিবিদ্ধ অবস্থায় খেলার মাঠে লুটিয়ে পড়েন পুলিশকর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীনগরের হাসপাতাল ভর্তি করা হয়েছে। জঙ্গির খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

কাশ্মীর পুলিশ জোন জানিয়েছে, আক্রান্ত পুলিশ কর্মীর নাম মসরুর আহমেদ ওয়ানি। শ্রীনগরে ইদাগাহ মসজিদ সংলগ্ন ইদগাহ মাঠে স্থানীয় কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন তিনি। জঙ্গিরা দূর থেকে পিস্তল দিয়ে গুলি চালায় তাঁকে লক্ষ্য করে। এক্স হ্যান্ডেলে পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “শ্রীনগর ইদগাহর কাছে জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন পুলিশকর্মী মসরুর আহমেদ ওয়ানি। তাঁকে দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অপরাধ ঘটাতে পিস্তল ব্যবহার করা হয়েছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে। মামলা দায়ের হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: কেরলে ধারাবাহিক বিস্ফোরণ, আত্মসমর্পণ সন্দেহভাজন ব্যক্তির]

পুলিশের একটি সূত্রের দাবি, হামলার দায় স্বীকার করেছে লস্কর সমর্থিত সংগঠন দ্য রেসিসট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। জঙ্গিদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটজে খতিয়ে দেখছে পুলিশ। আরও জানা গিয়েছে, ওই এলাকায় দাপট রয়েছে দুই লস্কর জঙ্গি মোমিন এবং বাসিত দারের। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement