Advertisement
Advertisement

অশান্ত ভূস্বর্গে পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের

নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দল ও স্থানীয়দের সহযোগিতা চাইলেন রাজ্যপাল৷

J&K civic elections: Polling dates announced, counting of votes on October 20
Published by: Kumaresh Halder
  • Posted:September 15, 2018 9:31 pm
  • Updated:September 15, 2018 9:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত উপত্যকায় গণতন্ত্র ফেরাতে আরও একবার উদ্যোগ নিল নির্বাচন কমিশন৷ সীমান্তের গোলাগুলি রুখে জম্মু-কাশ্মীরে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক শালিন কোবরা৷ শনিবার সাংবাদিক বৈঠক ডেকে জম্মু-কাশ্মীরে পুরসভা নির্বাচনের দিন ঘোষণা করেন শালিন৷ নির্বাচনকে কেন্দ্র করে ভূস্বর্গে অশান্তির আশঙ্কায় চার দফায় নেওয়া হবে পুরভোট৷ ভোটারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই ৮ অক্টোবর থেকে শুরু হবে পুরসভা নির্বাচনের ভোট গ্রহণের কাজ৷

[অসুস্থ হয়ে এইমসে ভরতি মনোহর পারিকর]

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মোট চার দফায় নেওয়া হবে ভোট৷ ফলাফল ঘোষণা হবে ২০ অক্টোবর৷ আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ভোটগ্রহণ পর্ব চলবে ২০ তারিখ পর্যন্ত৷ জানা গিয়েছে, ৮ অক্টোবর নেওয়া হবে প্রথম দফার ভোট৷ দ্বিতীয় দফায় ১০ অক্টোবর ও তৃতীয় দফায় ১৩ ও শেষ দফায় ২০ তারিখে নেওয়া হবে ভোট গ্রহণ৷ প্রতি দফাতেই সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত নেওয়া হবে ভোট গ্রহণের কাজ৷

Advertisement

[হরিয়ানা গণধর্ষণ কাণ্ডে জড়িত সেনা জওয়ান! গ্রেপ্তারি পরোয়ানা জারি]

 

[উত্তর-পূর্বের প্রথম ‘গ্রিন ফিল্ড’ বিমানবন্দর সিকিমে, প্রধানমন্ত্রীর হাতেই সূচনা]

নির্বাচনের দিন ঘোষণা হতেই সরকারের তরফেও নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দল ও স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে৷ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া আহ্বানও জানিয়েছেন নবনিযুক্ত রাজ্যপাল সত্যপাল মালিক৷ তবে, সরকারিভাবে উদ্যোগ নেওয়ার কাজ শুরু হলেও নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে দ্বিধায় রয়েছে উপত্যকার একাধিক রাজনৈতিক দল৷ এমনিতে ভূস্বর্গে রাজ্যপাল শাসন জারি হতেই রাজনৈতিক দলগুলির মধ্যেও কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌও পুরভোট শান্তিপূর্ণ হয় কি না তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে৷

[মেয়েদের ছোট পোশাক ও আমিষ বন্ধের নির্দেশ, জেএনইউ-তে পোস্টার বিতর্কে এবিভিপি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement