Advertisement
Advertisement
Terrorist

‘পুনর্বাসন নয়, জঙ্গিদের প্রাপ্য শুধু বুলেট’, বিস্ফোরক মন্তব্য কাশ্মীরের BJP সভাপতির

প্রধানমন্ত্রী মোদির সরকারে এই দেশে জঙ্গিদের কোনও পুনর্বাসন হতে পারে না বলে জানান তিনি।

Bengali News: J&K BJP chief snubs LG, says no rehab policy for terrorists | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:October 7, 2020 9:08 pm
  • Updated:October 7, 2020 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘সন্ত্রাসবাদীদের জন্য কোনও পুনর্বাসন নীতি হতে পারে না। ওদের যা প্রাপ্য তাই দেওয়া হবে ওদের।’’ এমনটাই জানালেন জম্মু ও কাশ্মীরের (J&K) বিজেপি (BJP) সভাপতি রবীন্দ্র রায়না। কেন্দ্রশাসিত এই অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরের তোলা জঙ্গিদের (Terrorists) পুনর্বাসনের প্রস্তাবকে কার্যত উড়িয়ে দিয়ে তিনি বুধবার বুঝিয়ে দিলেন, জঙ্গিদের বিষয়ে কোনও ভাবেই নরম হতে নারাজ কেন্দ্র। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সম্প্রতি স্থানীয় সন্ত্রাসবাদীদের উদ্দেশে আবেদন করেন, তারা যেন হিংসার পথ ছেড়ে দেয়। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এদিন সেই প্রস্তাবকে কার্যত উড়িয়ে দিয়ে রবীন্দ্র রায়না বলেন, ‘‘একজন জঙ্গি জঙ্গিই হয়। গত ৩০ বছর ধরে পাকিস্তানের মদতে চলতে থাকা সন্ত্রাসবাদে বারবার রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীর। ওরা পাকিস্তানে গিয়ে অস্ত্রশিক্ষা করে। তারপর অস্ত্রশস্ত্র নিয়ে ফিরে এসে নিরীহ মানুষ ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের হত্যা করে নির্বিচারে। ওদের জন্য কোনও চাকরির ব্যবস্থা হতে পারে না। ওদের জন্য একটাই নীতি। আর সেটা হল বুলেট।’’

Advertisement

[আরও পড়ুন: নির্ভয়ার ধর্ষকদের ‘কুখ্যাত’ আইনজীবীই এবার মামলা লড়বেন হাথরাসের অভিযুক্তদের হয়ে]

তিনি আরও বলেন, ‘‘আমাদের জওয়ান, পুলিশকর্মী ও আধা সামরিক বাহিনী চব্বিশ ঘণ্টা লড়াই করে চলেছে। জঙ্গিদের খতম করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির সরকারে এই দেশে জঙ্গিদের কোনও পুনর্বাসন হতে পারে না। দেশের বিরুদ্ধে যারাই বন্দুক তুলে নেবে তাদেরই নির্মূল করা হবে।’’

এদিকে বুধবারই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি। বুধবার সকালে দু’টি দেহ উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। এ বছরের গোড়া থেকেই জঙ্গিদমন অভিযানে সাফল্য পেয়েছে যৌথবাহিনী। বহু সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাথাদেরও নিকেশ করা হয়েছে। কিন্তু গত কয়েক সপ্তাহে জঙ্গি হানার সংখ্যাও বেড়েছে।

[আরও পড়ুন : ‘কাপুরুষ প্রধানমন্ত্রী, আমাদের সরকার হলে ১৫ মিনিটে চিনা সেনাকে উৎখাত করত’, দাবি রাহুলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement