Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত সরকারের

কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷

J&K assembly passes resolution to for return of Kashmiri Pandits
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 19, 2017 3:04 pm
  • Updated:January 19, 2017 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশির দশকের শেষে সন্ত্রাসবাদীদের অত্যাচারে ঘরছাড়া কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল কাশ্মীর প্রশাসন৷ বৃহস্পতিবার, এই মর্মে জম্মু-কাশ্মীর বিধানসভায় একটি প্রস্তাব গৃহীত হয়৷ এদিন সংসদ চলাকালীন প্রশ্নত্তোর পর্বের পর প্রস্তাবটি পেশ করেন সংসদীয় বিষয়ক মন্ত্রী আব্দুল রেহমান ভীরি৷দলগত রাজনীতিকে এক পাশে সরিয়ে, কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা হোক, বলে মন্তব্য করেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷ তিনি আরও বলেন যে, ২৭ বছর আগে উপত্যকা থেকে কাশ্মীরি পন্ডিত ও শিখদের নির্বাসন খুবই দুর্ভাগ্যজনক৷ সময় এসেছে তাঁদের ফিরিয়ে আনার৷

(কাশ্মীরে গুলির লড়াই, খতম কুখ্যাত লস্কর জঙ্গি)

আশির দশকের শেষে কাশ্মীরে চরম পর্যায়ে ওঠে সন্ত্রাসবাদী কার্যকলাপ৷ পৈশাচিক রূপ ধরে সাম্প্রদায়িকতা৷ পাক মদতপুষ্ট জঙ্গিরা নারকীয় হত্যালীলা চালায় কাশ্মীরি পণ্ডিত ও শিখ সম্প্রদায়ের লোকেদের উপর৷ পুরুষদের জোর করে ধর্মান্তরিত করা হয়৷বাধা দিলে করা হয় নির্বিচারে হত্যা৷ প্রাণ ও ধর্ম বাঁচাতে প্রায় ১ লক্ষ্ কাশ্মীরি পণ্ডিত নিজেদের ঘর ছেড়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন দিল্লি সহ অন্যান্য জায়গায়৷ যদিও কেন্দ্র সরকার বহুবার তাঁদের উপত্যকায় ফিরিয়ে আনার চেষ্টা করেছে| বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের ধমকানিতে তা বাস্তবে পরিণত হয়নি৷

Advertisement

সোনা জিতে তাক লাগাল কাশ্মীরের খুদে বক্সার

কাশ্মীরে বড় সাফল্য যৌথবাহিনীর, নিকেশ কুখ্যাত জঙ্গি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement