Advertisement
Advertisement

জঙ্গিদের কবল থেকে মুক্ত কাশ্মীরের অপহৃত পুলিশ আধিকারিক  

ভিডিও বার্তায় ছেলেকে ছেড়ে দেওয়ার করুণ আর্তি মায়ের।

JK; Abducted police man returned his home
Published by: Sayani Sen
  • Posted:July 29, 2018 3:20 pm
  • Updated:July 29, 2018 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত উপত্যকায় জঙ্গি হামলা লেগেই রয়েছে৷ এছাড়াও চলতি বছর জম্মু-কাশ্মীরে একের পর এক পুলিশ আধিকারিককে টার্গেট করে জঙ্গিরা৷ অপহরণের পর খুন করে বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকদের দেহ ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে বহু৷ কিন্তু এবার অন্যরকম এক ঘটনা সাক্ষী রইলেন দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার মুদাসির আহমেদ লোন৷

[ফের উপত্যকায় অপহৃত পুলিশ আধিকারিক, নিখোঁজের সন্ধানে জারি তল্লাশি]

ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন ত্রালের স্পেশ্যাল অফিসার মুদাসির আহমেদ লোন৷ শুক্রবার রাতে চিনাত্তার গ্রামে নিজের বাড়ি থেকে অপহৃত হন তিনি৷ তড়িঘড়ি অপহৃতের খোঁজে শুরু হয় তল্লাশি৷ হাজারও খোঁজাখুঁজিতে পাওয়া যায়নি মুদাসির আহমেদ লোনকে৷ তিন বোন, বাবা ও মাকে নিয়ে সংসার মুদাসির আহমেদ লোনের৷ পরিবারের একমাত্র রোজগেরে ওই স্পেশ্যাল অফিসার৷ একটি ভিডিও বার্তায় ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য করুণ আর্জি জানান অপহৃত ওই পুলিশ আধিকারিকের মা৷ ভিডিও দেখা যায় জঙ্গিদের সন্তানসম বলে দাবি করেন মুদাসিরের মা৷ তিনি বলেন, ‘‘দয়া করে আমার ছেলেকে কোনও ক্ষতি করবেন না৷ ওকে ছেড়ে দিন৷ ও কোনও ভুল করে থাকলে ক্ষমা করে দিন৷ আগামী দিনে আর কোনও ভুল করবে না৷ ভবিষ্যতে কোনও ভুল আমাদের সকলকে মেরে ফেলবেন আপনারা৷’’

Advertisement

[‘গোরক্ষার নামে মুসলিম নিধন বন্ধ হোক, নাহলে দেশভাগ আসন্ন’]

এর আগে গত ১৪ জুন, পুলওয়ামায় রাইফেলম্যান ঔরঙ্গজেবকে অপহরণ করে জঙ্গিরা৷ বেশ কয়েকঘণ্টা পর গুসো গ্রাম থেকে উদ্ধার হয় বছর চব্বিশের ওই রাইফেলম্যানের দেহ৷ এরপরই ঘটে কুলগামে পুলিশ কনস্টেবল জাভেদ আহমেদ দারকে অপহরণের ঘটনা৷ পরেরদিনই ভেহিলে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে দারের দেহ উদ্ধার করা হয়৷ ২০ জুলাই নিজের বাড়িতে ছুটি কাটাতে এসে কুলগামের মাতালহামা গ্রামে বাড়ি থেকেই অপহৃত হন কনস্টেবল মহম্মদ সেলিম শাহ৷ ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ওদিপোরা কাহাম গ্রাম থেকে সেলিমের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়৷

[আধার নম্বর নিয়ে তথ্য ফাঁস করে দেখান, চ্যালেঞ্জ ছুড়ে বিপাকে ট্রাই প্রধান]

মুদাসির আহমেদ লোন অপহরণের পরেও একই ঘটনা ঘটতে চলেছে বলেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পুলিশ আধিকারিকরা৷ তদন্তকারীদের দাবি, মুদাসিরের মায়ের ভিডিও বার্তাতেই মন গলে জঙ্গিদের৷ মুক্তি পান তিনি৷               

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement