Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ চার জঙ্গি

শহিদ দুই সেনা জওয়ান।

j&k 4 terrorist killed in encounter in kulgram, South Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 12, 2017 5:54 am
  • Updated:February 12, 2017 6:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনকাউন্টারে নিকেশ হল চার মুজাহিদিন জঙ্গি। গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দুই সেনাও। জখম হয়েছেন এক পুলিশকর্মী। রবিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ে এই লড়াই চলে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন যৌথ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভারতীয় সেনার একটি দল।

কুলগাঁও জেলার নওপাড়ায় একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। পুলিশ ও সেনাবাহিনী গ্রামে ঢুকতেই শুরু হয় গুলির লড়াই। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জঙ্গির। মনে করা হচ্ছে, এরা হিজবুল মুজাহিদিনের সদস্য। তাদের কাছ থেকে দুটি রাইফেল-সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও গুলির লড়াই চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement