সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত জম্মু-কাশ্মীরে বড়সড় সাফল্য ভারতীয় সেনার৷ আবারও সেনার গুলিতে নিকেশ দুই জঙ্গি৷ খতম ওই দুই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য বলেই জানা গিয়েছে৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷
সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের সোপিয়ানে দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় সেনা৷ সেই খবরের ভিত্তিতেই সেনাবাহিনী শনিবার গভীর রাতে সোপিয়ানের খুদপোরা গ্রামে হানা দেয়৷ তল্লাশি অভিযান শুরু হওয়ার আগেই সেনাবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা৷ শুরু হয় সেনা ও জঙ্গি গুলির লড়াই৷ রাতভর চলে সংঘর্ষ৷
রবিবার সকালে সেনার তরফে জানানো হয়, শনিবার রাতের এনকাউন্টারে দুই জঙ্গি খতম হয়েছে৷ নিকেশ হওয়া জঙ্গিরা হল মহম্মদ ইরফান ভাট এবং শাহিদ মীর৷ তারা দুজনেই হিজবুল মুজাহিদিন সদস্য৷ দুজনের কাছ থেকেই প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ গোলাবারুদও বাজেয়াপ্ত করা হয়েছে৷ নিকেশ হওয়া জঙ্গি শাহিদ মীর ২০০৪ সালে হিজবুল মুজাহিদিনে নাম লিখিয়েছিল৷ একাধিক নাশকতার ঘটনায় নাম জড়িয়েছে তার৷ মীরের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা ছিল৷ মহম্মদ ইরফান ভাট যদিও গত বছরই জঙ্গি দলে নাম লিখিয়েছিল৷
#UPDATE: 2 terrorists were killed in encounter b/w security forces & terrorists in Shopian’s Khudpora village yesterday. They have been identified as Mohd Irfan Bhat of Hizbul Mujahideen & Shahid Mir. Two terrorists managed to escape. Arms & ammunition recovered. #JammuAndKashmir
— ANI (@ANI) November 4, 2018
মঙ্গলবার থেকে শনিবার গভীর রাত পর্যন্ত লাগাতার এনকাউন্টারে সাত জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা৷ শুক্রবার হান্দওয়ারায় জঙ্গিদের খোঁজে হানা দেয় সেনাবাহিনী৷ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে সাফল্য মেলে জওয়ানদের৷ দুপক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গি নিকেশ হয়৷ খতম হওয়া জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ এর আগে মঙ্গলবারও জঙ্গির খোঁজে সেনা অভিযানের পরই উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কাশ্মীরের ত্রাল৷ সেনা ও জঙ্গির রাতভর গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই জঙ্গি৷ ত্রালের হান্দুরার বাসিন্দা শওকত আহমেদ খান এবং পাকিস্তানের বাসিন্দা মহম্মদ উসমানকে নিকেশ করে ভারতীয় সেনা৷ দুজনেই জইশ-ই-মহম্মদের সদস্য ছিল৷ নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে উসমান জইশ-ই-মহম্মদ প্রধান মৌলনা মাসুদ আজহারের ভাইপো ছিল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.