সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পর এবার হরিয়ানা! বিজেপি নেতৃত্বের মাথাব্যাথা বাড়াচ্ছে দুষ্মন্ত চৌটালার দল জেজেপির ভাঙন। বুধবার শীর্ষ নেতাদের উপর অসন্তোষ প্রকাশ করে দল ছেড়েছেন জননায়ক জনতা পার্টির (Jannayak Janata Party) বর্ষীয়ান নেতা তথা বিধায়ক রাম কুমার গৌতম (Ram Kumar Gautam)। তাঁর অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্ব কারও কথা শুনছে না। বিধায়কদের উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না। গৌতমের দাবি, জননায়ক জনতা পার্টির সব বিধায়কই অসন্তুষ্ট। একে একে তাঁদের অনেকেই দল ছাড়বেন।
Ram Kumar Gautam,Jannayak Janata Party MLA: I have resigned from post of party vice president,not left party. I am not hurt that I was not made minister,but hurt that I got to know later that the alliance(JJP-BJP) has been sealed in a meeting at a Gurugram Mall. #Haryana pic.twitter.com/pNKlSZHycA
— ANI (@ANI) December 26, 2019
হরিয়ানায় আপাতত জেজেপির সমর্থনে সরকারে আছে বিজেপি। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের (Manohar Lal Khattar) গদিতে টিকে থাকা নির্ভর করছে জেজেপির উপর। সেই জেজেপিতেই কিনা ভাঙন। যে রাম কুমার গৌতম দল ছেড়েছেন, জেজেপিতে তাঁর প্রভাব কেউ অস্বীকার করতে পারে না। ৭৩ বছর বয়সী রাম দলের সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন। দলের একাধিক বিধায়ক তাঁর অনুগামী হিসেবে পরিচিত। হরিয়ানায় বিজেপির সঙ্গে জোট করা নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিলেন রাম। ক্ষোভ আরও বাড়ে তাঁকে মন্ত্রিত্ব না দেওয়ায়। রাম কুমারের অভিযোগ, বিজেপির সঙ্গে জোটের শর্ত হিসেবে ১১টি মন্ত্রিত্ব পেয়েছে জেজেপি। অথচ, সবগুলিই নিজের পরিবারের হাতে রেখে দিয়েছেন দুষ্মন্ত। বিক্ষুব্ধ ওই বিধায়কের দাবি, দলের সব বিধায়কই বিজেপির সঙ্গে জোট করায় অসন্তুষ্ট। কয়েকজন মন্ত্রিত্ব না পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ। বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্ত নেওয়ার সময়, দুষ্মন্ত একবারও তাঁদের পরামর্শ নেননি বলেও দাবি রাম কুমার গৌতমের।
বর্ষীয়ান এই বিধায়কের দল ছাড়ায় জেজেপি শিবিরে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলেছে। এমনিতেও জেজেপির কয়েকজন বিধায়ক বিক্ষুব্ধ কংগ্রেস নেতা। এবং তাঁদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডার ঘনিষ্ট বলে মনে করা হয়। রাম কুমার দল ছাড়ার পর তাঁদেরও দল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
উপমুখ্যমন্ত্রী তথা জেজেপি নেতা দুষ্মন্ত চৌটালা অবশ্য, গৌতমের দলত্যাগকে আমল দিচ্ছেন না। তিনি বলছেন, “সংবাদমাধ্যম থেকে আমি এই দলত্যাগের কথা শুনেছি। কেন উনি দল ছাড়লেন তা ইস্তফাপত্র দেখলেই বুঝতে পারব। তারপর তদন্ত করে দেখা হবে।” মাস দুয়েক আগেই গঠিত হয়েছে হরিয়ানা সরকার। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৪০। জেজেপির বিধায়ক সংখ্যা ১০। একজন বিধায়ক দল ছাড়ায় জেজেপির শক্তি কমে হল ৯।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.