Advertisement
Advertisement

Breaking News

‘বিদেশে গেলেই জিন্নার আত্মা ভর করে রাহুলের উপরে’, মোদির সমালোচনার পালটা বিজেপির

'অজি প্রধানমন্ত্রী মোদিকে বস বলেন এটা রাহুল মানতে পারেন না', বলছেন অনুরাগ ঠাকুর।

Jinnah's spirit enters Rahul Gandhi when he is abroad, BJP slams। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 31, 2023 3:34 pm
  • Updated:May 31, 2023 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ফের আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভগবানের সঙ্গে বসিয়ে দিলে মোদি তাঁকেও বিভ্রান্ত করে দেবেন, আমেরিকায় দাঁড়িয়ে এমনই কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মন্তব্যের জবাবে কী বলে বিজেপি, সেদিকেই চোখ ছিল ওয়াকিবহাল মহলের। এহেন পরিস্থিতিতে পদ্ম শিবিরের মুক্তার আব্বাস নকভি রাহুলের উদ্দেশে পালটা খোঁচা দিলেন। তাঁর কটাক্ষ, ”রাহুল গান্ধী বিদেশে গেলেই তাঁর মধ্যে জিন্নার আত্মা ঢুকে পড়ে।”

ঠিক কী বলেছেন তিনি? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”রাহুল গান্ধী বিদেশে গেলেই তাঁর মধ্যে ঢুকে পড়ে জিন্নার আত্মা কিংবা আল কায়দার মতো চিন্তাভাবনা করা লোকেরা। আমি তাঁকে পরামর্শ দেব দেশে ফিরে কোনও ভাল ওঝার থেকে ঝাড়ফুঁক করে নিতে। আসলে রাহুলের সমস্যা হল, উনি এখনও মেনে নিতে পারেননি নরেন্দ্র মোদি ওঁর জমিদারি সম্পত্তিকে ধ্বংস করে এমন উন্নয়ন করতে পেরেছেন। উনি রাজতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের তুলনা করে বেড়ান।”

Advertisement

[আরও পড়ুন: বাংলার নিয়োগ দুর্নীতির আঁচ উত্তরাখণ্ডের পাহাড় চূড়ায়, পোস্টারে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের]

একই সুরে সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও। তিনি বলেছেন, ”বিদেশ সফরে গেলেই রাহুল ভারতকে অপমান করেন। প্রধানমন্ত্রী মোদি সব মিলিয়ে ২৪ জন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্প্রতি। এবং বিদেশ সফরে ৫০টিরও বেশি বৈঠক করেছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘মোদি আমার বস’। রাহুলের এসব হজম হচ্ছে না।”

প্রসঙ্গত, মঙ্গলবারই আমেরিকার সান ফ্রান্সিসকোয় পৌঁছেছেন রাহুল। তিনটি মার্কিন শহরে যাবেন তিনি। ঠিক কী বলেছেন রাহুল? ক্যালিফোর্নিয়ায় সুশীল সমাজের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা যায়, ”আমি মনে করি, মোদিজি যদি ভগবানের পাশে এসে বসেন তাহলে তিনি ভগবানকে ব্যাখ্যা করতে শুরু করবেন কীভাবে এই দুনিয়া চলে। আর ভগবান তার ফলে বিভ্রান্ত হয়ে যাবেন, ভাববেন আমি কী সৃষ্টি করেছি! বিষয়টা মজার, কিন্তু এরকমই চলছে। একদল মানুষ রয়েছেন, যাঁরা সব বোঝেন। তাঁরা বিজ্ঞানীদের বিজ্ঞান বুঝিয়ে দেন, ইতিহাসবিদদের ইতিহাস, সেনাকে অস্ত্র।” তাঁর এই মন্তব্যের পর থেকেই ঘনিয়েছে বিতর্ক। যার জবাব দিল গেরুয়া শিবির।

[আরও পড়ুন: তিনদিন আগে থেকেই খুনের ছক সাহিলের, হরিদ্বার থেকে কেনা ছুরিতে কুপিয়ে হত্যা প্রেমিকাকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement