Advertisement
Advertisement

গান্ধীজয়ন্তীতে জিন্নার ছবি প্রদর্শনী, ফের বিতর্কে আলিগড় বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে উত্তপ্ত করার অভিযোগে সরব গেরুয়াপন্থীরা৷

Jinnah’s pictures with Gandhi displayed at AMU
Published by: Tanujit Das
  • Posted:October 5, 2018 10:52 am
  • Updated:October 5, 2018 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিন্নার ছবি বিতর্কে আবারও সংবাদ শিরোনামে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়৷ এবারের উত্তেজনার কারণ, গান্ধীজয়ন্তীতে তাঁর সঙ্গে জিন্নার যেক’টি ছবি রয়েছে, সেই ছবির প্রদর্শনী৷ যাকে ঘিরে আগের মতোই বিরোধিতায় সরব হয়েছেন গেরুয়াপন্থীরা৷ তাঁদের প্রশ্ন, ‘গান্ধীজয়ন্তি পালন হচ্ছে, নাকি জিন্নাজয়ন্তি?’

[মোদি-পুতিনের নৈশভোজে আরও মজবুত সম্পর্ক, এস-৪০০ নিয়ে বড় ঘোষণা আজ]

Advertisement

ঘটনার সূত্রপাত হয় ২ অক্টোবর৷ গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধী ও মহম্মদ আলি জিন্নার একসঙ্গে তোলা ছবির প্রদর্শনীকে ঘিরে৷ যা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের মহম্মদ আলি জিন্না লাইব্রেরি বা সেন্ট্রাল লাইব্রেরিতে৷ অভিযোগ ওঠে, গান্ধীজয়ন্তী হলেও সেখানে কেবল মহাত্মার ছবি থাকার কথা। কিন্তু তা ছিল না। বরং জিন্না ও বাপুর একসঙ্গে তোলা সমস্ত ছবির প্রদর্শনী করা হয়৷ এই দৃশ্য প্রকাশ্যে আসতেই আবারও বিরোধিতার সুর চড়ায় বিজেপি-সহ গেরুয়াপন্থী সংগঠনগুলি৷ তাঁদের আক্রমণের তির বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মহম্মদ হানিফ বেগের দিকে৷ তাঁদের স্পষ্ট অভিযোগ, অধ্যাপক হানিফ বেগ এই প্রদর্শনীর উদ্বোধন করেন৷ গান্ধীজয়ন্তীতে জিন্নার ছবির প্রদর্শন করার অনুমতি তিনি কেমন ভাবে দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গেরুয়াপন্থীরা৷ জানা গিয়েছে, এই ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ শোকজ করা হয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ন আমজাদ আলিকে৷ এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র শপে কিদওয়াইয়ের মন্তব্য ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে৷৷ তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কর্তৃপক্ষের অজান্তেই নাকি এই প্রদর্শনীর আয়োজন করা হয়৷ তাঁরা নাকি কিছুই জানতেন না৷ 

[বাজার ছেয়েছে চোরাই সিগারেটে, বছরে কত টাকা কেন্দ্রের ক্ষতি জানেন?]

পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে উত্তপ্ত করে তোলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন আলিগড়ার বিজেপি সাংসদ সতীশ গৌতম৷ সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতারাও৷ হুঁশিয়ারি দিয়ে তাঁরা জানান, ‘ভারতের মাটিতে এমন কাজ বরদাস্ত করা যাবে না৷ যারা জিন্নার ছবির প্রদর্শনী করতে চায়, তারা পাকিস্তানে চলে যাক৷’ আলিগড় বিশ্ববিদ্যালয়ে কেন বারবার জিন্নার ছবির প্রদর্শনী করা হচ্ছে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন ন্যাশনাল মাইনরিটি এডুকেশন মানিটরিং কমিটির সদস্য মানবেন্দ্র প্রতাপ সিং৷ উল্লেখ্য, ছাত্র সংসদের ঘরে জিন্নার ছবি লাগানোকে ঘিরে এর আগেও উত্তপ্ত হয়ে ওঠে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় বিশ্ববিদ্যালয় চত্বরে৷ গেরুয়াপন্থীদের চরম বিরোধিতায় অবশেষে সরানো হয় সেই বিতর্কিত ছবি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement