Advertisement
Advertisement

প্রতারণার শিক্ষা, প্রেমিকের যৌনাঙ্গ কাটল যুবতী!

ভালবাসার এমন নৃশংস রূপ?

Jilted woman bobbitised lover for his decision to marry another girl
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2017 11:03 am
  • Updated:January 25, 2017 11:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণা করেছিলেন প্রেমিক৷ গত দু-তিন বছর প্রেমের সম্পর্কে থেকেও শেষ মুহূর্তে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে চাননি৷ পরিবারের কথা মেনে পরিবারের পছন্দ করা মেয়েকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ আর তাতেই বেজায় রেগে গিয়েছিল প্রেমিকা৷ এতটাই ছিল সে রাগ, যা তাকে হিংস্র এক সিদ্ধান্ত নিতে বাধ্য করল৷ বদলা নিতে প্রেমিকের যৌনাঙ্গ কেটে নিল ওই যুবতী৷

মধ্যপ্রদেশের সিথি জেলার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, অভিযুক্ত যুবতী অন্য জাতের ছিল বলে প্রেমিকের পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিতে চায়নি৷ আর সেই কারণেই ছেলের বিয়ে অন্য এক যুবতীর সঙ্গে ঠিক করেছিলেন তাঁরা৷ আর তাই রাগের মাথায় এই কাণ্ড ঘটায় ওই যুবতী৷

Advertisement

ঘটনাটি সম্পর্কে আক্রান্ত প্রেমিক প্রথমটায় পরিবারের সদস্যদের কিছু জানাতে চাননি৷ কিন্তু যৌনাঙ্গ দিয়ে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হতে থাকলে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা৷ ভাল চিকিৎসার জন্য তাঁকে জব্বলপুর নিয়ে যাওয়া হয়েছে৷

২১ বছরের প্রেমিকার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে আক্রান্ত যুবকের পরিবার৷ ভালবাসার এমন নৃশংস রূপ দেখে রীতিমতো অবাক তাঁরা৷

(বাড়িতে শৌচালয় না থাকলে মিলবে না রেশন)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement