আনলক পর্বের বেশ কয়েকটি ধাপ পেরিয়ে করোনা সংক্রমণের মাঝেই স্বাভাবিকের পথে ভারত। এই মুহূর্তে দেশে মহামারীতে আক্রান্ত ৬০ লক্ষ ৭৪ হাজার ৭০৩ জন। মৃত্যু হয়েছে ৯৫ হাজার ৫৪২ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৫৩ হাজার ৭৬৮ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৮৯৯ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):
রাত ১০. ৪৫: গত ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডে নতুন করে সংক্রমিত ১,১২৩ জন।
Jharkhand reported 1,123 new COVID-19 cases, 1,295 recoveries and 12 deaths today, taking total cases to 82,540 including 69,898 recoveries, 700 deaths and 11,942 active cases: State Health Department pic.twitter.com/8F9IBv3Vxz
— ANI (@ANI) September 29, 2020
রাত ১০. ৩০: অরুনাচলপ্রদেশে নতুন করে আক্রান্ত ২২১ জন।
Arunachal Pradesh today reported 221 new COVID-19 cases, 151 discharges and one death, taking total cases to 9,953 including 6,743 recoveries and 16 deaths: State Health Department pic.twitter.com/orTNzFCT00
— ANI (@ANI) September 29, 2020
রাত ১০.২০: আন্দামানে নতুন করে সংক্রমিত ১৮ জন।
রাত ১০.০০: হিমাচলপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪, ৭৪৭।
Total number of #COVID19 cases in the state now stands at 14,747 including 3,573 active cases, 10,971 recovered and 178 deaths: Himachal Pradesh Health Department pic.twitter.com/bYKnYG4Enk
— ANI (@ANI) September 29, 2020
রাত ৯. ৩৮: করোনা আক্রান্ত ভেঙ্কাইয়া নায়ডু।
Vice President Venkaiah Naidu has tested positive for COVID-19. pic.twitter.com/NntGElGwZf
— ANI (@ANI) September 29, 2020
রাত ৯. ১৫: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ১০, ৪৫৩ জন।
Karnataka reported 10,453 new COVID-19 cases, 6,628 discharges and 136 deaths, taking total cases to 5,92,911 including 4,76,378 discharges and 8,777 deaths. Number of active cases stands at 1,07,737: State Health Department pic.twitter.com/OHICKzYDV5
— ANI (@ANI) September 29, 2020
রাত ৯. ১০: উত্তরাখণ্ডে নতুন করে সংক্রমিত ৪৯৩ জন।
Uttarakhand reported 493 new coronavirus cases and 1,413 recoveries today, taking total cases to 47,995 including 38,059 recoveries and 591 deaths: State Health Department pic.twitter.com/S2OBP9VrLQ
— ANI (@ANI) September 29, 2020
রাত ৮. ৫৬: মুম্বইয়ে নতুন করে সংক্রমিত ১, ৭১৩ জন।
Mumbai recorded 1,713 new COVID-19 cases and 49 deaths today, taking active cases to 26,001 and death toll to 8,880: Brihanmumbai Municipal Corporation (BMC) pic.twitter.com/28S5FpJ5K4
— ANI (@ANI) September 29, 2020
রাত ৮. ৫২: করোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
Amaravati: Andhra Pradesh Chief Minister YS Jagan Mohan Reddy today held a review meeting with District Collectors and SPs (Superintendents of Police) today, over the prevailing #COVID19 situation in the state, via video conferencing. pic.twitter.com/bdxPDsW7ka
— ANI (@ANI) September 29, 2020
রাত ৮.৩৫: মহারাষ্ট্রে ফের আক্রান্ত ১৪,৯৭৬ ও মৃত ৪৩০।
Maharashtra reports 14,976 new #COVID19 cases, 430 deaths and 19,212 discharges today. Total cases in the state rise to 13,66,129, including 36,181 deaths and 10,69,159 discharges. Active cases stand at 2,60,363: Public Health Department, Maharashtra pic.twitter.com/ZxMhevA6iI
— ANI (@ANI) September 29, 2020
রাত ৮.২৫: দিল্লিতে মৃত্যু হল ৪৮ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২২৭।
রাত ৮.১৫: চণ্ডীগড়ে আক্রান্ত হলেন ১৩৮ জন।
রাত ৮.০৫: রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৮৮ জন। মারা গিয়েছেন আরও ৬২।
সন্ধ্যা ৭.৪৫: সংক্রমণ বৃদ্ধির কারণে আইএএস-সহ বিভিন্ন আধিকারিকদের বিভাগীয় পরীক্ষা স্থগিত রাখল পাঞ্জাব সরকার।
সন্ধ্যা ৭.২৫: লকডাউনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়াল তামিলনাড়ু সরকার।
Punjab Government postpones the departmental examination of IAS/PCS and other departments in Punjab due to COVID-19. The test will now be held from 23rd November to 27th November without any change in the datesheet
— ANI (@ANI) September 29, 2020
Tamil Nadu government extends #COVID19 lockdown till October 31, with some more relaxations pic.twitter.com/Ms78QhOJ0H
— ANI (@ANI) September 29, 2020
সন্ধ্যা ৭.০৫: অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হলেন ৬ হাজার ১৯০ জন ও মৃত্যু হয়েছে ৩৫ জনের।
Andhra Pradesh reported 6,190 new #COVID19 cases, 9,836 recoveries & 35 deaths in the last 24 hours, taking total positive cases to 6,87,351, including 6,22,136 recoveries, 59,435 active cases & 5,780 deaths: Health Department, Govt of Andhra Pradesh pic.twitter.com/VDhSiCM5KM
— ANI (@ANI) September 29, 2020
সন্ধ্যা ৬.৫০: কেরলে নতুন করে আক্রান্ত ৭ হাজার ৩৫৪ জন। মারা গিয়েছেন আরও ২২।
সন্ধ্যা ৬.৪০: রাজস্থানে আক্রান্ত হলেন ২১৪৮ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।
2,148 new #COVID19 cases, 1,800 discharged cases & 15 deaths reported in Rajasthan today. The total number of positive cases rises to 1,33,119 till date, including 20,376 active cases, 1,10,254 discharged cases and 1,471 deaths: State Health Department, Govt of Rajasthan pic.twitter.com/EjCb3DYwXA
— ANI (@ANI) September 29, 2020
সন্ধ্যা ৬টা: মিজোরামে নতুন করে আক্রান্ত ৮৯ জন।
Tamil Nadu reported 5,546 new #COVID19 cases, 5,501 recoveries & 70 deaths today, taking total positive cases to 5,91,943, including 5,36,209 recoveries, 9,453 deaths & 46,281 active cases: State Health Department pic.twitter.com/V4EIdZDZJw
— ANI (@ANI) September 29, 2020
বিকেল ৫.৪৫: তামিলনাড়ুতে আক্রান্ত ৫ হাজার ৫৪৬ জন। মৃত্যু হয়েছে ৭০ জনের।
বিকেল ৫.৩০: নবরাত্রির সময় গরভা ও ডান্ডিয়ার অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের।
বিকেল ৫.১০: করোনার সংক্রমণ রুখতে মাস্ক পর উৎসবের মরশুম কাটানোর পরামর্শ দিলেন নীতি আয়োগের সদস্য ডা. ভি কে পল।
We all need to ensure that in the coming months, we celebrate ‘mask wali puja, mask wali Chhath, mask wali Diwali, mask wala Dussehra, mask wali Eid,’ in order to curb the spread of #COVID19: Dr VK Paul, Member (Health), NITI Aayog pic.twitter.com/5rBcNW7Ryg
— ANI (@ANI) September 29, 2020
বিকেল ৪.৫০: উৎসবের মরশুমে জমায়েত ঠেকাতে রাজ্যগুলিকেই ব্যবস্থা নিতে হবে বলে জানালেন আইসিএমআরের ডিজি বলরাম ভার্গব।
In the light of the upcoming festivities, winter season and mass gathering, inventive containment strategies need to be implemented by the states: Balram Bhargava, DG, ICMR. #COVID19 pic.twitter.com/5FN5NhVp8F
— ANI (@ANI) September 29, 2020
বিকেল ৪.৪০: বিশ্বের মধ্যে সবথেকে বেশি ৫১ লক্ষ মানুষ সুস্থ হয়েছেন ভারতে। প্রতি ১০ লক্ষে মৃত্যুর হারও বিশ্বের অন্য দেশের থেকে কম। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ২ কোটি ৯৭ লক্ষ মানুষের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে এখনও পর্যন্ত প্রতি পনেরো জনে একজন করোনার মুখোমুখি হয়েছেন, দাবি আইসিএমআরের।
The number of #COVID19 tests per million population has crossed 50,000 in India. Total 2.97 crore tests conducted in the month of September: Ministry of Health pic.twitter.com/Yr9tONTXpu
— ANI (@ANI) September 29, 2020
বিকেল ৪.১৫: সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।
Delhi Deputy CM Manish Sisodia discharged from Max hospital today after he tested negative for COVID-19. Doctors have advised him to take rest for a week: Office of Deputy CM pic.twitter.com/tePqLEv39V
— ANI (@ANI) September 29, 2020
দুপুর ৩.৫৫: পরবর্তী পর্যায়ের লকডাউনের গাইডলাইন নিয়ে আলোচনার জন্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
দুপুর ৩.৪৫: বকেয়া মাইনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন দিল্লির হিন্দু রাও হাসপাতালের চিকিৎসকরা।
Delhi: Resident doctors of Hindu Rao Hospital stage protest alleging non-payment of salaries over last few months.
“We’re fighting for the last 6 months over delayed salaries. From 106 days we’ve not received salaries. The administration isn’t paying heed,” says resident doctor. pic.twitter.com/8TjQm6QJjh
— ANI (@ANI) September 29, 2020
দুপুর ৩.১৫: হিমাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৯ জন।
দুপুর ২.১৭: আরও বেশি করোনা ভ্যাকসিনের হাতে পাওয়ার আশা দেখাল সেরাম ইনস্টিটিউট। ২০০ মিলিয়ন ডোজ মিলবে, জানাল সংস্থা।
The expansion follows August’s announcement of up to 100 million doses to be delivered by the collaboration, bringing the total now to be delivered by the partnership to up to 200 million doses of #COVID19 vaccines: Serum Institute of India (SII) https://t.co/YjAIcikqIM
— ANI (@ANI) September 29, 2020
দুপুর ২.০৯: ‘উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে’, বললেন মুখ্যমন্ত্রী। এর জন্য আশা কর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন তিনি। পুলিশকর্মীদের আরও সাবধানে কাজ করার পরামর্শ।
দুপুর ১.৫০: পুজো এলেও করোনা সতর্কতায় কোনওরকম ঢিলেমি নয়। মৃদু উপসর্গ থাকলেও সেফ হাউজে থাকতে হবে। সমস্ত তথ্য রাখতে হবে জেলাশাসকদের। উত্তরকন্যা থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
দুপুর ১.২০: ভারতে বাড়ছে করোনা থেকে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৪,৮৭৭ জন। এ নিয়ে সুস্থতার হার পৌঁছল ৮৩ শতাংশে। তথ্য দিল স্বাস্থ্যমন্ত্রক।
84,877 recoveries have been registered in the last 24 hours in the country while the number of new confirmed cases stands at 70,589. The total number of recoveries has touched 51,01,397. With this, India’s Recovery Rate leaped past 83% today: Ministry of Health & Family Welfare
— ANI (@ANI) September 29, 2020
দুপুর ১: কালীঘাট মন্দির দর্শনের নিয়ম অনেকটাই শিথিল ১ অক্টোবর থেকে। ফুল,মালা, প্রসাদের বাক্স স্য়ানিটাইজ করে মন্দিরে প্রবেশ করা যাবে। পুজোর সময়সীমাও বাড়ছে। সকাল ৬টা থেকে দুপুর ১টার পর বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত পুজো দিতে পারবেন দর্শনার্থীরা। বৈঠকে সিদ্ধান্ত কালী টেম্পল কমিটির।
দুপুর ১২.০২: বাড়ছে অসুস্থতা, এইমসে ভরতি হলেন করোনা আক্রান্ত উমা ভারতী। আগামী ৩০ তারিখ বাবরি মসজিদ ধ্বংসের রায় CBI এর বিশেষ আদালতে, অসুস্থতার জন্য হাজির থাকতে পারবেন না তিনি।
বেলা ১১.৩৫: মহারাষ্ট্রে নতুন করে ২১৫ জন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্য়া ২৩হাজার ছাড়াল।
215 police personnel tested positive for #COVID19 in the last 24 hours, taking total cases to 23,033 in the force including 19,681 recoveries, 3,107 active cases and 245 deaths: Maharashtra Police pic.twitter.com/c6RwV7qaO2
— ANI (@ANI) September 29, 2020
বেলা ১১.২০: ওড়িশায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। বিস্তারিত তথ্য দিল রাজ্যের স্বাস্থ্যদপ্তর।
3,067 new #COVID19 cases, 4,014 recoveries and 15 deaths reported in Odisha till September 28. The total number of cases rise to 2,15,676 including 1,77,585 recoveries, 37,210 active cases and 828 deaths: State Health Department, Government of Odisha
— ANI (@ANI) September 29, 2020
সকাল ১০.২৩: নিয়ম মেনে করোনার চিকিৎসা না করার অভিযোগে শাস্তির কোপে মুম্বইয়ের দুটি হাসপাতাল। ১ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে তাদের। এখন থেকে আর কোনও করোনা রোগীকে ভরতি নেওয়া যাবে না এই দুই হাসপাতালে।
সকাল ৯.৫৭:স্কুল খোলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কর্ণাটক সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সাংসদ, বিধায়ক এবং শিক্ষামহলের বিশিষ্টদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। পড়ুয়াদের নিরাপত্তায় সর্বাধিক গুরুত্ব।
We haven’t taken any decision yet, regarding reopening of schools in state. Govt don’t have any such plans at present. We’re taking opinions of Legislators, MPs & concerned people. We’ll also discuss with education experts & institutions: Karnataka Education Minister (File photo) pic.twitter.com/Y59NbNDUIL
— ANI (@ANI) September 29, 2020
সকাল ৯.২২: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ ৭০,৫৮৯। মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। ৬১ লক্ষ করোনা রোগীর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৫১ লক্ষেরও বেশি। নয়া পরিসংখ্যানে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
India’s #COVID19 tally crosses 61-lakh mark with a spike of 70,589 new cases and 776 deaths reported in the last 24 hours.
Case tally stands at 61,45,292 including 9,47,576 active cases, 51,01,398 cured/discharged/migrated & 96,318 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/xc5Jw9Lqav
— ANI (@ANI) September 29, 2020
সকাল ৯.০২: ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বেলারুশে নিজেদের ভ্যাকসিন পাঠাল রাশিয়া।
সকাল ৮.১৮: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকের ভ্যাকসিন তৈরিতে সহযোগিতার হাত বাড়াল ইটালিয়ান বায়োটেক সংস্থা IRBM।
সকাল ৮.০৮: মিলল না মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন। আমেরিকায় স্থগিত করোনা ভ্যাকসিনের ট্রায়াল।
সকাল ৮.০৫: মহামারীর মার। ১৯৬৭ সালের পর করোনা কালে চিন-সহ পূর্ব এশিয়ার আর্থিক বৃদ্ধি সবচেয়ে কম, মাত্র ০.৯ শতাংশ। উদ্বেগ প্রকাশ করল বিশ্বব্য়াংক।
Coronavirus pandemic is expected to stoke the slowest growth in more than 50 years in East Asia & the Pacific as well as China, World Bank said in an economic update on Monday. The bank said the region is expected to grow by only 0.9% in 2020, the lowest rate since 1967: Reuters
— ANI (@ANI) September 29, 2020
সকাল ৮: কোভিড আবহে ৮ মাস পর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। আজ উত্তরকন্যা আলিপুরদুয়ার, জলপাইগুড়ির সঙ্গে প্রশাসনিক বৈঠক। বুধবার আরও তিন জেলার বৈঠক।
সকাল ৭.৫২: মিজোরামে নতুন করে করোনায় আক্রান্ত ৫০। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্য়া ১৯৫৮।
Mizoram reports 50 new #COVID19 cases in the last 24 hours. The total cases in the state rise to 1958, including 1459 discharges. Active cases stand at 499: Department of Information and Public Relations, Government of Mizoram pic.twitter.com/pxiR58IgsH
— ANI (@ANI) September 29, 2020
সকাল ৭.৩০: গত এক মাসে দেশে করোনামুক্তির হার প্রায় ১০০ শতাংশ বেড়েছে। আক্রান্তের ৮২ শতাংশই সুস্থ হয়ে উঠছেন। বিস্তারিত পরিসংখ্যান দিয়ে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
India has witnessed close to 100% increase in recoveries in the past month. More than 82% of total cases (exceeding 50 lakhs) recovered and discharged. Active cases (lower than 10 lakhs) a small proportion (less than 1/5th) of total cases: Ministry of Health & Family Welfare pic.twitter.com/RLmuDR4zb7
— ANI (@ANI) September 29, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.