সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছিলেন মাওবাদীরা। তাতে সেভাবে সাড়া মেলেনি। তাই একপ্রকার মরিয়া হয়েই ফের নাশকতার পথ বেছে নিল নকশালপন্থীরা। ঝাড়খণ্ডের চক্রধরপুরে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা। যার জেরে হাওড়া-মুম্বই শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে চক্রধরপুর শাখার গোইলকেরা এবং পোসাইতা স্টেশনের মাঝে রেললাইনের বেশ খানিকটা অংশ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় মাওবাদীরা। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয় মাওবাদী পোস্টার দিয়ে। ওই লাইন দিয়েই কিছুক্ষণ পরে ১৮০৩০ শালিমার-কুরলা আপ এক্সপ্রেস যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিষয়টি নজরে পড়ে পাশের লাইন দিয়ে যাওয়া মালগাড়ির চালক এবং গার্ডের। তাঁরাই গোইলকেরা এবং পোসাইতা স্টেশন মাস্টারদের সতর্ক করেন।
এই খবর পাওয়া মাত্র গোইলকেরা স্টেশনে শালিমার-কুরলা আপ এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যান রেলের শীর্ষ আধিকারিকরা। শুরু হয় থার্ড লাইন মেরামতির কাজ। কিন্তু শুক্রবার ভোররাত পর্যন্ত লাইন সারানো যায়নি। ফলে চক্রধরপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শালিমার-মুম্বই শাখার বেশ কিছু ট্রেন বাতিল এবং বিলম্বিত হয়েছে।
দিন কয়েক আগেই ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা জেলার জাগারগুন্দা এলাকায় নাশকতা চালায় মাওবাদীরা। নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের গুলির লড়াইয়ে মৃত্যু সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের। ঝাড়খণ্ডেও মাঝে মাঝেই নাশকতা চালাচ্ছে নকশালপন্থীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.