সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণতান্ত্রিক দেশ ভারত৷ তবে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ যেন রেওয়াজ হয়ে গিয়েছে. স্বতন্ত্র স্বর হয়ে উঠে এদেশেই খুন হয়েছেন এমএম কালবুর্গি, গৌরী লঙ্কেশরা৷ সন্দেহের বশে এখানেই গো-রক্ষকদের রোষানলে পড়তে হয় সাধারণ মানুষকে৷ মাঝে মধ্যেই ‘জাতের নামে বজ্জাতি’তে ওঠে উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাবের নাম৷ এবার এই মানসিকতার উত্তাপ থেকে বাদ পড়ল না পড়শি রাজ্য ঝাড়খণ্ড৷ নমাজ পড়ে ফেরার পথে মারধর করে এক ইমামকে ‘জয় শ্রী রাম’ বলানোর চেষ্টা করে একদল দুষ্কৃতী৷ আশঙ্কাজনক অবস্থায় ওই ইমামকে ভরতি করা হয় হাসপাতালে৷
[ আচমকা নয়, ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা এবার থাকবে টাইমটেবলেই]
ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা ইমাম আজহার-উল-ইসলাম৷ পবিত্র রমজান মাসে মঙ্গলবার সন্ধ্যায় নমাজ পড়ে ফিরছিলেন তিনি৷ জানা গিয়েছে, তখনই তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী৷ অভিযোগ, প্রথমে তাঁকে ‘জয় শ্রী রাম’ বলানোর চেষ্টা করে ওই দুষ্কৃতীরা৷ তারপরেই চলে অকথ্য মারধর৷ প্রায় আধমরা অবস্থায় ইমামকে ফেলে রেখে পালায় তারা৷ আশঙ্কাজনক অবস্থায় ওই ইমামকে ভরতি করা হয় হাসপাতালে৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর মাথায় গুরুতর চোট রয়েছে৷ ইতিমধ্যে, থানায় অভিযোগ দায়ের করেছে ইমামের পরিবার৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷
[নেটদুনিয়ায় ভাইরাল মোদির ফিটনেসের ভিডিও, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কুমারস্বামীকে]
চলতি মাসের পয়লা জুন একই ধরনের ঘটনা ঘটে হরিয়ানার কর্নালে৷ সেখানে একটি মসজিদে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ অভিযোগ করা হয়, কয়েকজন ব্যক্তি যখন নমাজ পড়ছিলেন তখন হামলা চালায় ২০-২৫ জনের দল৷ লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে মসজিদের অনেকাংশ, ভেঙে দেওয়া হয়েছে মসজিদের মাইক ও স্পিকার৷ ধাক্কা দিয়ে বের করে হয় যাঁরা নমাজ পড়তে এসেছিলেন তাঁদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.