সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় গত ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন হেমন্ত সোরেন (Hemant Soren)। বর্তমানে জেলবন্দি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার আর্থিক তছরুপের মামলায় ইডির হাতে গ্রেপ্তার ঝাড়খণ্ডের আরও এক মন্ত্রী। বুধবার ঝাড়খণ্ডের মন্ত্রী তথা কংগ্রেস নেতা আলমগির আলমকে (Alamgir Alam) গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। গতকাল তদন্তকারী সংস্থার রাঁচির দপ্তরে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আলমগিরকে। একদিন বাদেই ইডির জালে তিনি। ভোটের মধ্যে দুর্নীতির অভিযোগে নেতার গ্রেপ্তারিতে অস্বস্তিতে পড়ল কংগ্রেস।
ইডি সূত্রে জানা যাচ্ছে, ২০২৩ সালে ঝাড়খণ্ডের (Jharkhand) একটি মামলা শুরু হয়েছিল। গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে বেশ কয়েকটি প্রকল্পে টাকা নয়ছয় করার অভিযোগ ওঠে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের বিরুদ্ধে। সে বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে গ্রেপ্তার করে মামলার তদন্ত শুরু করে ইডি (ED)। তাঁর সূত্র ধরেই ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী আলমগির আলমের সচিব সঞ্জীব লালের খোঁজ মেলে। তদন্তকারীরা জানতে পারেন, আর্থিক তছরূপের পিছনে রয়েছে সঞ্জীবও। এর পরই ইডির অভিযান এবং কোটি কোটি টাকা উদ্ধার এবং গ্রেপ্তারি।
৬ মে-তে জানা গিয়েছিল, এই ঘটনায় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগির আলমের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। সেই সূত্রেই মঙ্গলবার কংগ্রেস নেতা ও মন্ত্রীকে আলমগিরকে ৯ ঘণ্টা জেরা করে এফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এর পর বুধবার মন্ত্রীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.