Advertisement
Advertisement

বৃদ্ধা মায়ের গলা কেটে মুণ্ডু নিয়ে পালানোর চেষ্টা, গ্রেপ্তার মদ্যপ ছেলে

চাঞ্চল্য এলাকায়।

Jharkhand: man allegedly beheaded his mother, arrested
Published by: Shammi Ara Huda
  • Posted:August 26, 2018 2:30 pm
  • Updated:August 26, 2018 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বৃদ্ধা মায়ের(৬৫) গলা কেটে খুনের অভিযোগে গ্রেপ্তার মদ্যপ ছেলে। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলার সিলথা-বি গ্রামে। অভিযোগ, নৃশংস ঘটনাটি ঘটানোর পর কাটা মুণ্ডুটি নিয়ে পালাতে চেষ্টা করেছিল খুনে ছেলে। তবে প্রতিবেশীদের তৎপরতায় তা সফল হয়নি। উত্তেজিত জনতা অভিযুক্ত চম্পাই মারান্ডিকে(৩৫) হাতেনাতে ধরে ফেলে। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

[রাফালে নিয়ে ‘ন্যাশনাল হেরাল্ড’-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের আম্বানির]

স্থানীয় রামগড় থানার পুলিশ জানিয়েছে, ধৃত চম্পাই নিয়মিত মদ্যপান করত। দিনের বেশিরভাগ সময়ই মদ্যপ থাকত সে। এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে ফের মদ্যপান করে। তারপর মদ্যপ অবস্থাতে বাড়িতে ফিরে আসে। এদিকে বাড়িতে রান্নার কিছু না থাকায় দরজার সামনে বসেছিলেন চম্পাইয়ের বৃদ্ধা মা। এই সময় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢোকে সে। অভিযোগ, দরজার সামনে মাকে বসে থাকতে দেখে আচমকাই মাথায় খুন চেপে যায়। হাতের অস্ত্রটি মায়ের গলায় চালিয়ে দেয় চম্পাই। ঘটনাস্থলে কোনওরকম আর্তনাদ ছাড়াই মৃত্যু হয় ওই বৃদ্ধার। সাতসকালে মদ্যপ চম্পাইয়ের চিৎকার শুনে যারপরনাই বিরক্ত হন প্রতিবেশীরা। তাকে দুটো কথা শোনাতেই দলবেঁধে ওই বাড়ির দিকে আসছিলেন। সেই সময়ই দরজার সামনে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন। মাথাটি ধরের থেকে আলাদা অবস্থায় ছিল। কী করে ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শীদের তা বুঝতে বাকি ছিল না। এদিকে প্রতিবেশীরা খুনের বিষয়টি জেনে গিয়েছে বুঝতে পেরেই মায়ের কাটা মুণ্ডুটি কাপড়ে জড়িয়ে পালাতে চেষ্টা করে চম্পাই। উত্তেজিত জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে রামগড় থানার পুলিশের হাতে তুলে দেয়। মর্মান্তিক ঘটনায় হতবাক প্রতিবেশীরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, মায়ের খুনে ধৃত চম্পাই মারান্ডি আদতে বেকার। বৃদ্ধা মা চেয়েচিন্তে সংসার চালাতেন। তারমধ্যে যদি কিছু কম পড়ত তখনই মাকে মারধর করত সে। এদিন মদ্যপ অবস্থাতে মায়ের গলা কেটে খুন করল চম্পাই মারান্ডি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শিগগির আদালতেও তোলা হবে।  

[শহিদ ভাইয়ের মূর্তিতে রাখি বেঁধে চোখের জলে ভাসলেন দিদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement