সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভোট দিলে হাত কাটার মাও হুমকি! নির্বাচনের দিনই ভোট বয়কটের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার-ব্যানারে ছয়লাপ হল ঝাড়খণ্ডের একাধিক এলাকা। পোস্টার গুলিতে লেখা ছিলো, ভোট দিলে হাত কেটে নেওয়া হবে! কিন্তু এই হুমকিকে উপেক্ষা করেই বুথমুখী হন ঝাড়খণ্ডের মাও উপদ্রুত এলাকার ভোটাররা।
বুধবার পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর বিধানসভার ছোটানাগরা থানার হাথনাবুরু গ্রামে একাধিক পোস্টার ও ব্যানার পাওয়া যায়। যেখান থেকে পোস্টার ও ব্যানার উদ্ধার হয় সেই এলাকায় গাছ কেটে রাস্তা অবরোধ করে দেওয়া হয়। ফলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বম্ব স্কোয়াডের টিম ও ঝাড়খন্ড পুলিশ সেখানে গিয়ে ব্যানারগুলো উদ্ধার করে। যেখানে এই মাও পোস্টার এবং ব্যানার গুলি উদ্ধার হয় তার কিছুটা দূরেই ছিল দুটি ভোটগ্রহণ কেন্দ্র।
একইভাবে মনোহরপুর বিধানসভা কেন্দ্রের জড়াইকেলা থানার সঙ্গদা গ্রামেও মাওবাদী পোস্টার ও ব্যানার উদ্ধার হয়। পোস্টার ও ব্যানারগুলোতেও ভোট বয়কটের হুমকি দেয় মাওবাদীরা। এই এলাকার যেখান থেকে মাও ব্যানার-পোস্টার উদ্ধার হয় তার পাশেই ছিল দুটি বুথ। পশ্চিম সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর বলেন, “মাওবাদী ব্যানার, পোস্টার উদ্ধার হলেও ভোটাররা নির্ভয়ে ভোট দিয়েছেন। যাতে সকাল থেকেই ভোটাররা বুথমুখী হন তার জন্য ধারাবাহিকভাবে এরিয়া ডমিনেশন হয়।” এদিনও বাংলা এবং ঝাড়খন্ডের পুলিশবাহিনি সীমানা এলাকায় মাওবাদী দমনে অভিযান চালায়। পুরুলিয়া জেলা পুলিশকে সঙ্গে নিয়ে ঝাড়খন্ড পুলিশের অভিযান চলে।
এদিন মোট ৪৩টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়। পশ্চিম সিংভূমের মাওবাদী উপদ্রুত দুর্গম এলাকা গুলিতে হেলিকপ্টারে করে ভোট কর্মীদের বুথে পৌঁছে দেওয়া হয়েছিল। একইভাবে তাদেরকে কপ্টারে করেই নিয়ে আসা হয়েছে। কাঁচা রাস্তায় মাওবাদীদের ল্যান্ডমাইন বিছানো থাকতে পারে সেই আশঙ্কাতেই কমিশন কোনরকম ঝুঁকি না নিয়ে দুর্গম এলাকার ভোট কর্মীদেরকে কপ্টারে নিয়ে আসে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.