Advertisement
Advertisement
Jharkhand Exit Poll

ঝাড়খণ্ডে জোর টক্কর এনডিএ-ইন্ডিয়ার, কী বলছে এক্সিট পোল?

বিজেপির এনআরসি, মুসলমান বনাম আদিবাসী ন্যারেটিভ কাজ করলেও লড়াই ছাড়েননি হেমন্ত সোরেন।

Jharkhand Exit Poll: BJP-led NDA likely to wrest power from JMM-Congress-RJD
Published by: Subhajit Mandal
  • Posted:November 20, 2024 7:33 pm
  • Updated:November 20, 2024 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর লোকসভার ধাক্কা সামাল দিতে হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন জিততেই হত বিজেপিকে। হরিয়ানায় ইতিমধ্যেই অপ্রত্যাশিত জয় পেয়েছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষা বলছে, মহারাষ্ট্রের ফলও বিজেপির অনুকুলেই যেতে পারে। ব্যতিক্রম নয় ঝাড়খণ্ডও। একাধিক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ঝাড়খণ্ডে কঠিন লড়াই হলেও সামান্য এগিয়ে এনডিএ।

এক নজরে বিভিন্ন সমীক্ষক সংস্থার ইঙ্গিত:
অ্যাক্সিস-মাই ইন্ডিয়া
এনডিএ: ২৩
ইন্ডিয়া: ৫২
অন্যান্য: ৩

Advertisement

পি মার্ক
এনডিএ: ৩১-৪০
ইন্ডিয়া: ৩৭-৪৭
অন্যান্য: ১-৬

টুডে’জ চাণক্য
এনডিএ: ৪৫-৫০
ইন্ডিয়া: ৩৫-৩৮
অন্যান্য: ৩-৫

পিপলস পালস
এনডিএ: ৪৪-৫৩
ইন্ডিয়া: ২৪-৩৭
অন্যান্য: ৩-৫

এক্সিট পোলে মিশ্র ইঙ্গিত মিলছে। ফলে কে সরকার গড়বে নিশ্চিত করে বলা কঠিন। কারণ লোকসভায় দেশের যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলির মধ্যে অন্যতম ঝাড়খণ্ড। এক্সিট পোলের আভাস মিললে ধরে নিতে হবে বিজেপির এনআরসি, মুসলমান বনাম আদিবাসী ন্যারেটিভ কাজ করছে। এর নেপথ্যে অবশ্যই কৃতিত্ব দিতে হবে হিমন্ত বিশ্বশর্মা, শিবরাজ সিং চৌহানদের। যারা লাগাতার আদিবাসীভুমে প্রচার চালিয়ে গিয়েছেন। তবে হেমন্ত সোরেনও লড়াই ছাড়েননি। ফলে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 

যদিও এই এক্সিট পোলের ফলাফলগুলিকে একেবারে নিখুঁত ধরে নেওয়ার কোনও কারণ নেই। সাম্প্রতিক অতীতে একাধিকবার দেখা গিয়েছে এক্সিট পোলের ইঙ্গিত একেবারেই মেলেনি। যার সাম্প্রতিকতম উদাহরণ ২০২৪ লোকসভা এবং হরিয়ানার বিধানসভা নির্বাচন। আবার একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে এক্সিট পোলের ফলাফল পুরোপুরি মিলে গিয়েছে। সুতরাং এক্সিট পোলের ফলাফলকে চূড়ান্ত ধরে না নিয়ে ‘এক্স্যাক্ট পোলে’র জন্য অপেক্ষা করাই শ্রেয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement