Advertisement
Advertisement

Breaking News

Champai Soren

‘নয়া অধ্যায় শুরু করতে চলেছি’, হেমন্তের সঙ্গ ছেড়ে এবার বিজেপি যোগের বার্তা চম্পাইয়ের!

'অপমানের পর বিকল্প রাস্তা খুঁজতে বাধ্য হয়েছি আমি', সোশাল মিডিয়ায় বিস্ফোরক চম্পাইয়ের।

Jharkhand ex Chief Minister Champai Soren hinted at rebellion from JMM

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:August 18, 2024 9:13 pm
  • Updated:August 18, 2024 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালও বলেছিলেন যেখানে আছেন সেখানেই থাকবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তবে গত ২৪ ঘণ্টার মধ্যে তাঁর গতিবিধি ইঙ্গিত দিচ্ছিল মুখের কথা ও মনের কথায় রয়েছে বিস্তর ফারাক। অবশেষে সোশাল মিডিয়ায় পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিকল্প পথের বার্তা দিলেন চম্পাই। জানালেন, আজ থেকে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। স্বাভাবিকভাবে জল্পনা শুরু হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে চম্পাইয়ের বিজেপি যোগ শুধু সময়ের অপেক্ষা।

এদিন সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘গত ৪ দশকের স্বচ্ছ রাজনৈতিক জীবনে এই প্রথমবার আমি অন্তর থেকে ভেঙে পড়েছি। কী করব কিছু বুঝতে পারছিলাম না। গত দু দিন ধরে আত্মচিন্তন করেছি। কিন্তু এই অপমান, অবজ্ঞা আমি কাকে জানাব? নিজের মানুষ যখন কষ্ট দেয় তা আর কাকে বলা যায়।’ পাশাপাশি লেখেন, ‘যে দলটাকে আমি ঘাম-রক্ত দিয়ে গড়ে তুলেছি তার কোনওরকম ক্ষতি হোক আমি চাই না।’ এর পরই জেএমএম-এর সঙ্গে সম্পর্ক ত্যাগের বার্তা দিয়ে চম্পাই লেখেন, ‘আমি বিকল্প পথ খুঁজে নিতে বাধ্য হলাম। আজ থেকে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমার কাছে এখন তিনটি অপশন আছে। একটা, রাজনীতি থেকে অবসর নেওয়া। দ্বিতীয়টা, নিজের আলাদা সংগঠন বা দল খোলা। আর তৃতীয় যদি চলার পথের কোনও সঙ্গী আমায় সঙ্গ দেয়, তাহলে আরও কিছুটা পথ সফর করতে পারি। আজ থেকে এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন পর্যন্ত আমার কাছে এই সব কটা অপশনই খোলা থাকছে।’

Advertisement

[আরও পড়ুন: ‘সরকারি পদে RSS অনুগামীদের নিয়োগ চলছে’, মোদির বিরুদ্ধে বিস্ফোরক রাহুল]

কারও নাম না করেই চম্পাই লেখেন, ‘গত ৩ দিন ধরে আমার সঙ্গে যে অপমানজনক ব্যবহার করা হচ্ছে তাতে কোনওমতে চোখের জল আটকে দলে থেকেছি আমি। তবে ওনার (হেমন্ত সোরেন) কাছে শুধু কুরসিই প্রাধান্য পায়, আর কিছু নয়। আমার মনে হয়েছে, আমার এই দলে কোনও গুরুত্ব নেই, অস্তিত্বই নেই। এই দলের জন্য আমি আমার গোটা জীবন উৎসর্গ করেছি। তবে সম্প্রতি এমন কিছু অপমানজনক ঘটনা ঘটেছে যা এখানে বলতে চাই না। এই অপমানের পর বিকল্প রাস্তা খুঁজতে বাধ্য হয়েছি আমি।’

[আরও পড়ুন: ‘টাকা দিয়ে বিধায়ক কেনার ষড়যন্ত্র বিজেপির’, চম্পাই জল্পনার মাঝেই বিস্ফোরক হেমন্ত]

উল্লেখ্য, চলতি বছরে ঝাড়খণ্ডে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের বিজেপি যোগের জল্পনা চরম আকার নিয়েছে ঝাড়খণ্ড রাজনীতিতে। সূত্রের খবর, দলের ৬ বিধায়ককে নিয়ে দিল্লিতে পৌঁছেছেন ঝাড়খণ্ডের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি নাকি কলকাতায় এসে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখাও করেছেন। তার পরেই রবিবার ভোরের বিমান ধরে পৌঁছে গিয়েছেন দিল্লিতে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন চম্পাই। এই জল্পনার মাঝেই এবার দলের প্রতি অভিমান ব্যক্ত করে সোশাল মিডিয়ায় জেএমএম ত্যাগেরই ইঙ্গিত দিলেন চম্পাই। স্বাভাবিকভাবেই আরও জোরাল হতে চলেছে তাঁর বিজেপি যোগের জল্পনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement