Advertisement
Advertisement
Jharkhand

ঝাড়খণ্ডে আত্মঘাতী ব্যাংক আধিকারিক, সুইসাইড নোটে পুলিশি হেনস্তার অভিযোগ

আধিকারিকের বাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ।

Jharkhand Bank official commits suicide alleges police harassment | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 21, 2023 7:18 pm
  • Updated:August 21, 2023 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়শি রাজ্য ঝাড়খণ্ডের (Jharkhand) এক ব্যাংক আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, পুলিশি হেনস্থা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন তিনি। সুইসাইড নোটে পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছেন ওই আধিকারিক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মৃত বাঙালি ব্যাংক আধিকারিকের নাম সুপ্রিয় মজুমদার। তাঁর রাঁচির বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে নিজের মৃত্যুর কারণ লিখে গিয়েছেন সুপ্রিয়। বছর পাঁচেক আগে একটি ঋণের মামলায় বেশ কয়েকজন ব্যাংকের আধিকারিক প্রতারণায় অভিযুক্ত হন। তাঁদের মধ্যে তিনিও ছিলে্ন। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর ওই মামলায় তাঁকে ক্লিনচিট দেওয়া হয়েছিল। এর পর ব্যাংকের এক গ্রাহক তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন। ওই ব্যক্তি দাবি করেন, তাঁকে ঋণ দেওয়া হচ্ছিল না। সুইসাইড নোটে সুপ্রিয় জানিয়েছেন, এই মামলাতেই তাঁকে হেনস্তা করেছে রামগড় পুলিশ। তার জেরেই তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: আর্থিক সহায়তা প্রকল্পে বদলের প্রয়োজন, মণিপুর নিয়ে রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে]

যদিও রামগড়ের পুলিশের দাবি, সুপ্রিয়র বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল বটে। আইনি নোটিসও পাঠানো হয়েছিল তাঁকে। কিন্তু হেনস্তা করা হয়নি। সম্ভবত দীর্ঘ আইনে লড়াইয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এর পরেই আত্মহত্যা করেন। ব্যাংক আধিকারিকের দাবি খতিয়ে দেখা হবে।

[আরও পড়ুন: কংগ্রেসের সঙ্গে দিল্লি তরজা সত্ত্বেও INDIA-র বৈঠকে থাকছে আপ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement