সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের বাজল ভোটের বাদ্যি। নির্ধারিত সূচি অনুযায়ী এবছরের শেষের দিকে আরও এক বিজেপি-শাসিত রাজ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। সেইমতোই ঝাড়খণ্ড বিধানসভার ৮১ আসনের ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু করে ভোট চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ফলপ্রকাশ হবে ২৩ ডিসেম্বর।
ঝাড়খণ্ডের প্রথম দফায় নির্বাচন হবে ৩০ নভেম্বর। মোট ১৩টি আসনে ভোটগ্রহণ হবে প্রথম দফায়। দ্বিতীয় দফার ভোট ৭ ডিসেম্বর। এই দফায় ভোট হবে মোট ২০টি আসনে। ১৭ আসনের জন্য ভোট হবে তৃতীয় দফায়। এই দফায় ভোটগ্রগণ ১২ ডিসেম্বর। চতুর্থ দফার ভোট হবে ১৬ ডিসেম্বর। এই দফায় ভোট হবে ১৫টি আসনে। পঞ্চম অর্থাৎ শেষ দফার ভোট ২০ ডিসেম্বর। বাদবাকি আসনগুলিতে ভোট হবে ওই দিন। ফলাফল ঘোষণা ২৩ ডিসেম্বর। নির্বাচন কমিশন জানিয়েছে, বড়দিনের আগেই ভোট শেষ করার তাড়া ছিল। তাই দিন ঘোষণার মাত্র ৬ দিন পরই প্রথম পর্বের জন্য নোটিশ জারি করা হবে। অর্থাৎ আগামী ৬ নভেম্বর প্রথম পর্বের নোটিফিকেশন জারি করা হবে। কিন্তু, মাত্র ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভার জন্য পাঁচ দফা ভোটের কী প্রয়োজন ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এক্ষেত্রে অবশ্য কমিশনের যুক্তি, ঝাড়খণ্ড মাও অধ্যুষিত অঞ্চল। তাছাড়া, এই রাজ্যের ভোটে পূর্বের অভিজ্ঞতা একেবারেই সুখকর নয়। তাই, অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতেই মাও অধ্যুষিত রাজ্যে পাঁচ দফার নির্বাচনের ব্যবস্থা।
৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় আপাতত ক্ষমতায় আছে বিজেপি। জন্মের পর এই রাজ্যে এর আগে কোনও সরকার নিজেদের মেয়াদ শেষ করেনি। এই প্রথমবার বিজেপি সরকার মেয়াদ পূরণ করল। ৮১ আসন বিশিষ্ঠ ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপির হাতে ছিল ৪৩টি আসন। সম্প্রতি বিভিন্ন বিরোধী দল থেকে আরও ৬ জন বিধায়ক গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে। বিজেপির বিরুদ্ধে মূল লড়াই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন বিরোধী মহাজোটের। জেএমএমের সঙ্গে এই জোটে আছে কংগ্রেস, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা এবং লালুপ্রসাদ যাদবের আরজেডি। যদিও, বিরোধী শিবিরের আসনরফা এখনও চূড়ান্ত হয়নি।
Chief Election Commissioner, Sunil Arora: Phase-1: Polls on 30 November, phase 2: Polls on 7 December, phase 3: Polls on 12 December, phase 4: Polls on 16th December, phase 5: Polls on 20th December, and counting on 23rd December. https://t.co/ZI432DMXdo pic.twitter.com/AhZiX4TAw3
— ANI (@ANI) November 1, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.