সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খনিতে ধস৷ ঝাড়খণ্ডের লালমাটিয়া জেলার খনি এলাকার ঘটনা ৷ ধস নামার ফলে আটকে পড়েছেন প্রায় ৫০ জন খনি শ্রমিক ৷ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই ধস নামে বলে খবর৷
Mine collapsed in Lalmatia in Jharkhand last night pic.twitter.com/VYpYOBIEuY
— ANI (@ANI_news) December 30, 2016
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ইসিএলের উদ্ধারকারী দল৷ পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷ এখনও পর্যন্ত ৭ টি দেহের খোঁজ মিলেছে৷ আরও ৪ জন শ্রমিককে জীবীত উদ্ধার করা করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক৷
Rescue teams have recovered 4 bodies till now, one more body visible; work underway:Rajiv Ranjan Mishra CMD ECL & WCL #JharkhandMineCollapse pic.twitter.com/ApcLklKSzJ
— ANI (@ANI_news) December 30, 2016
Godda: Mine collapsed in Lalmatia in Jharkhand last night, many workers feared trapped. (injured being given medical aid in a hospital) pic.twitter.com/ixCjRNT3fS
— ANI (@ANI_news) December 30, 2016
লালমাটিয়ার এই খনিটি ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড অর্থাৎ ইসিএলের খনি বলে জানা গিয়েছে৷ শ্রমিকরা ছাড়াও খনির মধ্যে বেশকিছু যানবাহনও আটকে রয়েছে৷ পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস৷ ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি৷
#FLASH: PM speaks to Jharkhand CM Raghubar Das,enquires about mine collapse. Das announces Rs 2 lakh for the deceased, 25000 for the injured
— ANI (@ANI_news) December 30, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.