Advertisement
Advertisement

ঝাড়খণ্ডে খনিতে ধস, আটকে বহু শ্রমিক

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর৷

Jharkand Mine collapses, 50 in trapped
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 30, 2016 10:30 am
  • Updated:December 30, 2016 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খনিতে ধস৷ ঝাড়খণ্ডের লালমাটিয়া জেলার খনি এলাকার ঘটনা ৷ ধস নামার ফলে আটকে পড়েছেন প্রায় ৫০ জন খনি শ্রমিক ৷ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই ধস নামে বলে খবর৷

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ইসিএলের উদ্ধারকারী দল৷ পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷ এখনও পর্যন্ত ৭ টি দেহের খোঁজ মিলেছে৷ আরও  ৪ জন শ্রমিককে জীবীত উদ্ধার করা করে  স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক৷

লালমাটিয়ার এই খনিটি ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড অর্থাৎ ইসিএলের খনি বলে জানা গিয়েছে৷ শ্রমিকরা ছাড়াও খনির মধ্যে বেশকিছু যানবাহনও আটকে রয়েছে৷ পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস৷ ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement