সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার রাতে ফের ট্রেনে আগুন লাগার ঘটনায় ছড়াল আতঙ্ক। উত্তরপ্রদেশের ঝাঁসি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে আচমকাই আগুন লেগে যায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি কামরা।
Fire broke out in a coach of a stationary passenger train on the railway track of Jhansi Railway station today. Ashok Kumar Mishra, DRM says,”Some coaches were here for rebuilding.The reason behind the fire is yet to be ascertained. Teams have been formed to probe the incident.” pic.twitter.com/QdsVp8o3KW
— ANI UP (@ANINewsUP) November 4, 2018
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার রাতে ঘটে ঘটনাটি। যদিও ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলের ডিভিশনাল ম্যানেজার অশোক কুমার মিশ্র জানান, “এই রেল লাইনে ট্রেনের কয়েকটি কোচ মেরামতির কাজ চলছিল। রাত ১১টা ৫০ মিনিট নাগাদ ট্রেনচালক এসে আগুন লাগার কথা আমাদের জানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। আগুন যাতে ছড়িয়ে যেতে না পারে, তার জন্য যে কোচগুলিতে আগুন লেগেছে, তার থেকে অন্যান্য কামরাগুলিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বিশেষ সমস্যা হয়নি। তবে কীভাবে আগুন লাগল, বোঝা যাচ্ছে না। আমাদের একটি দল বিষয়টি তদন্ত করছে।” তবে সেই সময় কামরা ভিতর কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই খবর। ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার রাতেই বিহারের পাটনা স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের গ্রাসে চলে যায় ১০টিরও বেশি দোকান। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিপুল অর্থের ক্ষতি হয়েছিল। সেই ঘটনার পর এদিনের ট্রেনে আগুন লাগার ঘটনাতেও আতঙ্কিত হয়ে পড়েন স্টেশনে উপস্থিত যাত্রীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.