সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গয়নার শোরুমের ছাদ কেটে দুঃসাহসিক ডাকাতি রাজধানী দিল্লিতে (Delhi)। ২০-২৫ কোটি টাকার হিরে এবং সোনার গয়না লুট করেছে দুষ্কৃতীরা। পাশাপাশি নগদ টাকাও গায়েব হয়েছে বলে অভিযোগ গয়নার দোকানের মালিকের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ডাকাত দলের। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোঘাল এলাকার উমরাও জুয়েলার্সে ডাকাতির ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধে থেকে সোমবার রাতের মধ্যে। ডাকাতির আগে গয়নার দোকানের সমস্ত সিসিটিভি ফুটেজ বিকল করে দিয়েছিল দুষ্কৃতীরা। এর পর ছাদের একাংশ কেটে ভিতরে প্রবেশ করে ডাকাত দল। শোরুমের মালিকের দাবি, ২০-২৫ কোটি টাকার হিরে এবং সোনার গয়না লুট করেছে দুষ্কৃতীরা। গায়েব হয়েছে নগদ টাকাও।
রবিবার সন্ধেবেলা দোকান বন্ধ করা হয়েছিল। সোমবার গোটা বাজার বন্ধ থাকে। ফলে উমরাও জুয়েলার্সও বন্ধ ছিল। মঙ্গলবার সকালে দোকানে এসে মালিক বুঝতে পারেন, ডাকাতি হয়েছে তাঁদের শোরুমে। ভিতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এর পরেই তিনি খেয়াল করেন, শোরুমের ছাদের একাংশ কেটে ফেলা হয়েছে। বুঝতে বাকি থাকেনি যে সেখান থেকেই দোকানের ভিতরে ঢুকেছিল ডাকাত দল। পুলিশের খবর দিয়েছেন শোরুমের মালিক।
দোকানের সিসিটিভি বিকল করা হলেও তদন্তে নেমে বাজারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের খোঁজ মেলেনি। জড়িতদের খোঁজে পুলিশি অভিযান চলছে রাজধানীতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.