সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রু মেম্বারদের ভুলে মারাত্মক বিপদের মুখে জেট এয়ারওয়েজের বিমান। একটুর জন্য রক্ষা পেলেন ১৬৬ জন যাত্রী। ক্রু মেম্বারদের ভুলের জন্য মাঝ আকাশে হঠাৎ বিমানের ভিতরের বায়ুর চাপ (কেভিন প্রেশার) কমে যায়। যার ফলে, শ্বাস কষ্টে ভুগতে থাকেন যাত্রীরা। বেশ কয়েকজনের নাক এবং কান দিয়ে রক্ত পড়তে থাকে। মাথায় যন্ত্রণা অনুভব করেন প্রত্যেকেই। শেষ পর্যন্ত জরুরি ভিত্তিতে বিমান বন্দরে ফিরিয়ে আনা হয় বিমানটিকে।
#WATCH: Inside visuals of Jet Airways Mumbai-Jaipur flight that was turned back to Mumbai airport midway today after a loss in cabin pressure (Source: Mobile visuals) pic.twitter.com/SEktwy3kvw
— ANI (@ANI) September 20, 2018
After we took off the AC malfunctioned, then air pressure system malfunctioned too&oxygen masks came out.Some of us experienced nose bleeding & headache: Darshak Hathi,passenger onboard Mumbai-Jaipur Jet Airways flight which was turned back to Mumbai due to loss in cabin pressure pic.twitter.com/gjFbWXkU0c
— ANI (@ANI) September 20, 2018
আজ সকাল সাড়ে ৬ টা নাগাদ জেট এয়ারওয়েজের বিমানটি মুম্বই থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পরেই হঠাৎ বিমানের এসি বিকল হয়ে যায়। কেবিন প্রেসার কমতে থাকে। যাত্রীদের নিশ্বাস নিতে সমস্যা হওয়া শুরু করে। বেরিয়ে আসে অক্সিজেন মাস্ক। অক্সিজেন মাস্ক পরেও নিস্তার মেলেনি। যাত্রীদের প্রত্যেকেই অসুস্থ বোধ করা শুরু করেন। অন্তত ৩০ জন যাত্রীর নাক এবং কান থেকে রক্ত বেরতে শুরু করে। বাধ্য হয়ে বিমানটিকে মুম্বই বিমান বন্দরে ফিরিয়ে আনা হয়। সেখানে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা চলছে।
উড়ান বিশেষজ্ঞরা বলছেন, আর ১০-১৫ মিনিট এই অবস্থায় বিমানটি উড়লেই প্রাণহানির আশঙ্কা তৈরি হতো। ঠিক কী কারণে, এই সমস্যা সৃষ্টি হয়েছে তা এখনও জানা যায়নি। নিরাপত্তার স্বার্থে উড়ানটির পাইলট এবং কো-পাইলটের নাম প্রকাশ্যে আনেনি বিমান সংস্থা। তবে, তদন্ত শেষ না হওয়ার পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে। যাত্রীদেরও অন্য বিমানের মাধ্যমে জয়পুর যাওয়ার ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি। সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে ঘটনায় উদ্বিগ্ন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও। মন্ত্রকের তরফে গোটা ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। কার গাফিলতিতে এই সমস্যা খতিয়ে দেখা হচ্ছে।
Ministry of Civil Aviation has taken cognisance of the incident in Jet Airways Mumbai-Jaipur flight earlier today and has requested Directorate General of Civil Aviation to file its report immediately on the issue. The crew is being de-rostered. https://t.co/Qd4I99APqd
— ANI (@ANI) September 20, 2018
Earlier visuals of passengers of Jet Airways Mumbai-Jaipur flight after being deplaned when the flight was turned back to Mumbai airport midway, after loss in cabin pressure. Visuals from Mumbai airport. pic.twitter.com/GOXsJYhr7S
— ANI (@ANI) September 20, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.