Advertisement
Advertisement
জেট এয়ারওয়েজের কর্মীর আত্মহত্যা

কেমোথেরাপির খরচে টান, অবসাদে আত্মঘাতী ক্যানসার আক্রান্ত জেট কর্মী

তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন শৈলেশ কুমার সিং৷

Jet Airways employee who suffering from cancer, commits suicide
Published by: Sayani Sen
  • Posted:April 28, 2019 5:19 pm
  • Updated:April 28, 2019 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন আগেই শরীরে বাসা বেঁধেছিল কর্কট রোগ৷ তাতেও ভেঙে পড়েননি৷ চলছিল কেমোথেরাপি৷ সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন কাজ৷ একদিন ঠিক সুস্থ হয়ে যাবেন, এমনই ছিল বুকভরা আশা৷ কিন্তু আচমকাই ছন্দপতন৷ বন্ধ হয়ে যায় জেট এয়ারওয়েজ৷ বেতন নেই৷ পেটে ভাত জোগাড়ের যাঁর সামর্থ্য নেই, তাঁর কাছে কেমোথেরাপি করানো দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়৷ সেই অবসাদে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন জেট এয়ারওয়েজের এক কর্মী৷

[ আরও পড়ুন: স্ত্রী’র সঙ্গে ঝগড়ার জের, ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করল বাবা!]

শৈলেশ কুমার সিং গত কুড়ি বছর ধরেই জেট এয়ারওয়েজে কাজ করতেন৷ মহারাষ্ট্রের নালাসোপারার বাসিন্দা তিনি৷ স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েকে নিয়েই সংসার তাঁর৷ শৈলেশের এক ছেলেও জেট এয়ারওয়েজের কর্মী ছিলেন৷ দিব্যি সুখের সংসার ছিল তাঁদের৷ বছর তিনেক আগে প্রথম ধাক্কা লেগেছিল শৈলেশের৷ জানতে পেরেছিলেন ক্যানসারে ভুগছেন তিনি৷ পরিবার সূত্রে খবর, যেদিন থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পান, সেদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন জেট এয়ারওয়েজের কর্মী৷ তবে কাজের জগৎ এবং পরিজনদের মাঝে থেকে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন৷ কিন্তু কর্মহীন হয়ে যাওয়ার দ্বিতীয় ধাক্কা আর সহ্য করতে পারেননি তিনি৷ এক নিমেষে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর৷ অনিশ্চয়তার জীবন আবার তার উপর শারীরিক অসুস্থতা, কী করবেন কিছুই বুঝতে পারেননি৷ পরিজনদের দাবি, মানসিক অবসাদের জেরে শনিবার বহুতলের ছাদ থেকে ঝাঁপ দেন শৈলেশ৷ পুলিশ জেট এয়ারওয়েজের কর্মীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: লুকিয়ে ক্যানসারের বিষ! দেশজুড়ে নিষিদ্ধ জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু]

কর্মী সংগঠনগুলির দাবি, জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথম কোনও কর্মী আত্মহত্যা করলেন৷ শৈলেশের মৃত্যুর পর মানসিকভাবে আরও ভেঙে পড়েছেন কর্মহীনরা৷ দিল্লির যন্তরমন্তরে মোমবাতি মিছিল করেন তাঁরা৷ নিহত জেট কর্মীর আত্মার শান্তিকামনা করে সংস্থা খোলার দাবিও জানিয়েছেন কর্মী সংগঠনের সদস্যরা৷ আর্থিক সংকট কবে কাটবে আর কবেই বা জেট এয়ারওয়েজের উড়ান পাড়ি দেবে আকাশে, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement