Advertisement
Advertisement

৩-৪ দিনে হতে পারে পুলওয়ামার পুনরাবৃত্তি, গোয়েন্দা রিপোর্টে তুঙ্গে চাঞ্চল্য

আরও ভয়ংকর নাশকতার ছক জইশের৷

JeM planning another Pulwama-style convoy attack
Published by: Tanujit Das
  • Posted:March 8, 2019 4:18 pm
  • Updated:March 8, 2019 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের করা সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে ভিতরে ভিতরে ফুসছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ সেকারণে ভারতের বিরুদ্ধে আরও ভয়ংকর ষড়যন্ত্র কষছে তারা৷ গোয়েন্দা সূত্রে খবর, আগামী ৩-৪ দিনের মধ্যে পুলওয়ামার মতোই আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে জইশ৷ আগের মতোই এবারও টার্গেট করা হতে পারে সেনার কনভয়ে৷ ইতিমধ্যে এমনই সতর্কবার্তা পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রকে৷ যার ফলস্বরূপ চরম সতর্কতা জারি হয়েছে জম্মু-কাশ্মীরজুড়ে৷

[নীরব মোদির অট্টালিকা ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দিল মহারাষ্ট্র সরকার ]

Advertisement

পুলওয়ামার সেনা কনভয়ে বিস্ফোরক ভরতি গাড়ি নিয়ে ঢুকে পড়েছিল জইশ জঙ্গি আদিল৷ ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ধাক্কা মেরেছিল কনভয়ের একটি বাসে৷ শহিদ হয়েছিলেন ৪৯ জন সিআরপিএফ জওয়ান৷ সূত্রের খবর, এবারও একই কায়দায় আরও বড় ধরনের বিস্ফোরণের প্ল্যানিং করছে পাক মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনটি৷ এবার তাদের নাশকতার পরিকল্পনা রয়েছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, কুজিগুন্দ এলাকায়৷ বৃহস্পতিবারই জম্মু বাসস্ট্যান্ডে একটি যাত্রী বোঝাই বাসে গ্রেনেড হামলা করেছে এক হিজবুল জঙ্গি৷ ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, আহত ত্রিশেরও বেশি৷ ধৃত হিজবুল জঙ্গিকে জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷ এবং এই ঘটনার পরই জইশের এই গোপন ষড়যন্ত্রের খবর পান গোয়েন্দারা৷

[অযোধ্যা মামলায় মধ্যস্থতার পক্ষে রায় সুপ্রিম কোর্টের]

গত ২৬ ফেব্রুয়ারি সীমান্ত অতিক্রম করে পাক ভূমিতে ঢুকে বালাকোট, মুজাফ্ফরাবাদ ও চাকোতির তিনটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় বায়ুসেনা৷ নির্দিষ্ট সংখ্যা পাওয়া না গেলেও, সরকারের দাবি এই সন্ত্রাসদমন অভিযানে খতম হয়েছে অসংখ্য জঙ্গি৷ মৃত্যু হয়েছে জইশের অনেক শীর্ষ নেতা ও কমান্ডারের৷ তবে এই অভিযানের পরেও সরকারের নিশ্চিন্ত হওয়ার কোনও পরিবেশ সীমান্তের ওপারে তৈরি হয়নি বলেই মত গোয়েন্দাদের৷ সূত্রের খবর, এখনও সীমান্তের ওপারে রয়ে গিয়েছে পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনের ২২টি ঘাঁটি৷ যাদের মধ্যে ন’টি ঘাঁটি কেবল জইশের৷ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে নাশকাতা চালানোর জন্য একপ্রকার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে তারা৷ যেকোনও সময় হতে পারে হামলা৷ শিওরে লোকসভা নির্বাচন, তার আগে এই খবর সরকারের পক্ষে যথেষ্ট আশঙ্কার বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement