Advertisement
Advertisement
করোনা পরিস্থিতি

প্রকাশিত JEE মেন পরীক্ষার ফল, ১০০ শতাংশ নম্বর পেয়ে পাশ ২৪ জন

চলতি বছর ৮.৬৭ লক্ষ পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন।

JEE Main Result 2020 declared, 24 score 100 percentile

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:September 11, 2020 8:34 am
  • Updated:September 12, 2020 8:16 am  

স্বাভাবিক জনজীবনে ফিরছে দেশ। অবশ্য করোনা সংক্রমণ লাগামহীন। ভারতে  এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৪৫ লক্ষ ৬২ হাজার  ৪১৫ জন। মৃত্যু হয়েছে ৭৬ হাজার ২৭১ জনের। রাজ্যে মোট আক্রান্ত  ১ লক্ষ  ৯৬ হাজার  ৩৩২ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৮২৮ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১১.১৮: প্রকাশিত NTA JEE মেন পরীক্ষার ফল। ১০০ শতাংশ নম্বর পেয়ে পাশ ২৪ জন।

Advertisement

রাত ১১.০৯: ঝাড়খণ্ডে আক্রান্ত আরও ৯৬১ জন।

রাত ১১.০১: গোয়ায় আক্রান্ত আরও ৫৫৫ জন।

রাত ১০.২২: NEET পরীক্ষার্থীদের সুবিধায় তিন জোড়া অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত ওয়েস্টার্ন রেলওয়ে।

রাত ১০.২০: আন্দামান এবং নিকোবরে আক্রান্ত আরও ২৯ জন।

রাত ১০.১৫: করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য বাতিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠক।

রাত ৯.৫৫: লাদাখে আক্রান্ত আরও ৫১ জন।

রাত ৯.২৯: হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ হাজার ৭৮৪ জন।

রাত ৯.২০: করোনা পরিস্থিতিতে স্কুলের ফি কমানোর দাবিতে গাজিয়াবাদে বিক্ষোভ অভিভাবকদের।

রাত ৮.৩৯:  তামিলনাড়ুতে আক্রান্ত আরও ৫,৫১৪ জন। 

রাত ৮.৩৩:  NEET পরীক্ষার্থীদের সুবিধায় আগামী ১৩ সেপ্টেম্বর পাঞ্জাবে লকডাউন প্রত্যাহার।

রাত ৮.২৫:  হরিয়ানায় আক্রান্ত আরও ২,৩৮৮ জন।

রাত ৮.২৪:  মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা পেরল ১০ লক্ষের গণ্ডি।

রাত ৮.১৫:  পাঞ্জাবে নতুন করে আক্রান্ত ২৫২৬ জন। মারা গিয়েছেন ৬৩।

রাত ৮টা: রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ৩,১৫৭ জন। মৃত্যু হয়েছে আরও ৫৭ জনের।

সন্ধ্যা ৭.৫০: কর্ণাটকে আক্রান্ত হলেন ৯,৪৬৪ জন আর মৃত্যু হয়েছে ১৩০ জনের।

সন্ধ্যা ৭.১০: দিল্লিতে ফের আক্রান্ত ৪,২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের।

সন্ধ্যা ৭.১০: কেরলে নতুন করে আক্রান্ত হলেন ২,৯৮৮ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

সন্ধ্যা ৬.৫৫: আক্রান্ত হলেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি।

সন্ধ্যা ৬.৪০: পুজোর আগে লোকাল ট্রেন চালানোর নিশ্চয়তা দিতে পারলেন না দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

সন্ধ্যা ৬.২০: চণ্ডীগড়ে আক্রান্ত হলেন ৩০৫ জন। মৃত্যু হয়েছে তিন জনের।

সন্ধ্যা ৬টা: জম্মু ও কাশ্মীরে নতুন করে আক্রান্ত ১৫৭৮ জন।

বিকেল ৫.৪৫:  অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত হলেন ৯৯৯৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭৭ জনের।

বিকেল ৫.১৫:  আক্রান্ত হলেন রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গাদি।

বিকেল ৪.১৫: যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিন পাওয়া যাচ্ছে ততক্ষণ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই একমাত্র উপায়। বলছেন পাঞ্জবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধু।

দুপুর ৩.১৫: করোনা ফি-এর নামে অতিরিক্ত টাকা নিচ্ছে রাজ্যের বেসরকারি স্কুলগুলি। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি কর্ণাটকের শিক্ষামন্ত্রীর।

দুপুর ২.৪০: লুধিয়ানার প্রত্যন্ত গ্রামগুলিতে কমিউনিটি হেলথ সেন্টারগুলির মাধ্যমে নমুনা পরীক্ষা করছে পাঞ্জাব সরকার।

দুপুর ২: আগামী ১৩ তারিখ থেকে পর্যন্ত দিল্লিতে সকাল ৬টা থেকে সব রুটের মেট্রো পরিষেবা শুরু হবে, জানাল কর্তৃপক্ষ।

দুপুর ১.৫০: দিল্লি বিধানসভা অধিবেশনে যোগ দিতে হলে প্রত্যেক বিধায়কের কোভিড পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখতে হবে। সাংবাদিকদের প্রবেশের আগে হবে RT-PCR পরীক্ষা। থাকবে না কোনও প্রশ্নোত্তর পর্ব, জানালেন স্পিকার রাম নিবাস গোয়েল। 

দুপুর ১.৪৩: অ্যাম্বুল্যান্সের নির্দিষ্ট ভাড়া ঠিক করতে হবে, করোনা সংকটকালে কোনও বাড়তি ভাড়া নেওয়া যাবে না। নির্দেশ সুপ্রিম কোর্টের। ভাড়া নির্ধারণের বিষয়টি রাজ্য সরকারগুলির হাতে ছাড়ল শীর্ষ আদালত।

দুপুর ১.১৫: মহারাষ্ট্র পুলিশে নতুন করে ১৮৯ জনের করোনা সংক্রমণ। মৃত্যু হয়েছে মোট ১৮৫ জনের।

দুপুর ১২.৫০: কোভিড হাসপাতালগুলোতে যেন পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা হয় সবসময়, রাজ্যগুলোকে দায়িত্ব নিতে হবে। আজ চিঠি লিখে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।

দুপুর ১২.৩০: করোনা রুখতে নয়া ফরমান উত্তর কোরিয়ার একনায়ক কিম-জং-উনের। রোগী দেখলেই গুলি করে মারার নির্দেশ। ফের নিন্দা বিশ্বজুড়ে।

বেলা ১১.৫৪: মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি নিয়ে ফের বৈঠকে উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। 

বেলা ১১. ৪০: লকডাউন উপেক্ষা করে উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাজারে ভিড়। মাস্ক না পরেই দিব্যি চলল বেচাকেনা। ঘটনাস্থলে অনুপস্থিত পুলিশ।

বেলা ১১.০৫: ওড়িশায় নতুন করে করোনা আক্রান্ত ৩৯৯৬ জন,মৃত্যু হয়েছে ১১ জনের।

সকাল ১০.৫৭: কোভিড মোকাবিলায় ভারতে সমন্বয় নীতি আরও জোরদার করা প্রয়োজন, চাই আরও আর্থিক প্যাকেজ। পরামর্শ আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (IMF)।  

সকাল ১০.৩০: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৭৪০, মৃত ৭। 

সকাল ৯.২৯: দেশে ফের করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৯৬, ৫৯১। করোনা পজিটিভের সংখ্যা পেরল ৪৫ লক্ষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২০৯ জনের।

সকাল ৯.০২: কোচবিহার শহরে লকডাউন উপেক্ষা করে পথে নামলেই করা হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। জেলা প্রশাসনের উদ্যোগে এখনও পর্যন্ত ১০০ জনের পরীক্ষা করা হয়েছে বলে খবর।

সকাল ৮.৫৪: করোনা আক্রান্ত জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানিয়েছেন সেকথা। চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত ১০ দিন হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

সকাল ৮.৩০: লকডাউন অমান্য করে লেকটাউনে বাইক নিয়ে বেরিয়ে গ্রেপ্তার ২ যুবক। বেরনোর উপযুক্ত কারণ দেখাতে পারেননি বলে গ্রেপ্তার।

সকাল ৮.১০: দেশের ১ শতাংশেরও কম মানুষকে কাবু করতে পেরেছে করোনা ভাইরাস, প্রথম সেরো সার্ভের পর দাবি ICMR’এর।

[আরও পড়ুন: চিনের উপর চাপ বাড়িয়ে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর জাপানের]

সকাল ৮: করোনা ভাইরাস প্রতিরোধে নেজাল স্প্রে’র (Nasal Spray) পরীক্ষামূলক প্রয়োগে সায় দিল চিন। নভেম্বর থেকে শুরু হবে ট্রায়াল। ১০০ জন স্বেচ্ছাসেবককে বেছে নেওয়া হয়েছে ট্রায়ালের জন্য।

সকাল ৭.৪০: বিদেশি-সহ ২১২ জনকে নিয়ে দিল্লি থেকে গতরাতে বিমান পৌঁছল চিনের নিংবোয়। বিমানটি নিংবো থেকে ৫৪ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরবে। জানালেন সাংহাইয়ে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত।

সকাল ৭.৩০: দেশে করোনামুক্তির চিত্রটা অত্যন্ত আশাব্যঞ্জক। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, গত একমাসে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যাটা একলাফে ১০০ শতাংশ বেড়েছে।

সকাল ৭.২১: স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে দিল্লিতে ম্যাজেন্টা ও গ্রে-লাইনে মেট্রো চলাচলও শুরু।

সকাল ৭: মিজোরামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫৩। এর মধ্যে ৭৫০ জন সুস্থ হয়ে উঠেছেন, পরিসংখ্যান রাজ্য স্বাস্থ্যদপ্তরের।

 

Number of COVID-19 cases reaches 1,353 in Mizoram including 750 discharges: State Health Department pic.twitter.com/7pYkQPn8LA

সকাল ৬: সেপ্টেম্বরে দ্বিতীয় পূর্ণাঙ্গ লকডাউন রাজ্যে। সকাল থেকেই শুনশান কলকাতা এবং বিভিন্ন জেলার পথঘাট। রাস্তায় বেরলেই পড়তে হচ্ছে পুলিশি জেরার মুখে। গাড়ি থামিয়ে চলছে চেকিং। উপযুক্ত কারণ দেখাতে না পারলে নেওয়া হচ্ছে ব্য়বস্থা। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement