ছবি: প্রতীকী
বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ২৯ লক্ষ ৫ হাজার ৮২৪ জন। মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৮৪৯ জনের। রাজ্যে সংক্রমিত ১,৩২,৩৬৪ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৮৯ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১১.৭: জরুরি পরিষেবা ছাড়া চণ্ডীগড়ে অন্যান্য সমস্ত দোকানপাট শনি এবং রবিবার বন্ধ থাকবে।
All shops and establishments except essential shops will remain closed on Saturdays and Sundays until further orders in Chandigarh. pic.twitter.com/dusZ7BIxsH
— ANI (@ANI) August 21, 2020
রাত ১০.৫১: ঝাড়খণ্ডে নতুন করে আক্রান্ত ৯৫৫ জন।
955 new #COVID19 cases and 6 deaths reported in Jharkhand today. Total number of cases now at 28,196 including 18,372 recoveries and 297 deaths: State Health Department pic.twitter.com/UnDwa3s5dI
— ANI (@ANI) August 21, 2020
রাত ১০.৪৩: আন্দামান ও নিকোবরে নতুন করে আক্রান্ত ৬৭ জন।
67 new #COVID19 cases reported in Andaman & Nicobar taking the total cases to 2,747 including 32 deaths and 971 active cases: Andaman and Nicobar Administration pic.twitter.com/QHkkamiqxn
— ANI (@ANI) August 21, 2020
রাত ১০.২১: গোয়ায় নতুন করে আক্রান্ত ৩৮৫ জন।
385 new #COVID19 cases reported in Goa today, taking the total number of positive cases in the state to 13,484 including 3,809 active cases, 9,540 recovered cases and 135 deaths: State Health Department pic.twitter.com/uLLEHXD2Z7
— ANI (@ANI) August 21, 2020
রাত ৯.৪৮: রাজস্থানে নতুন করে করোনা আক্রান্ত আরও ১,৩৩৫ জন।
Rajasthan reports 1,335 new COVID-19 cases and 12 deaths today, taking total cases to 67,954, including 14,525 active cases and 933 deaths: State Health Department pic.twitter.com/COkMDlaz6Z
— ANI (@ANI) August 21, 2020
রাত ৯.১৮: করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন থেরাপিতে গাইডলাইন প্রকাশ করল কর্ণাটক সরকার।
Karnataka Government issues oxygen therapy protocol for ‘judicious use of oxygen as a therapy to treat #COVID19 patients’. pic.twitter.com/1GeBq40ZSS
— ANI (@ANI) August 21, 2020
রাত ৯.১৩: বাড়ির বাইরে বেরিয়ে গণেশ চতুর্থী উদযাপনে নিষেধাজ্ঞা জারি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
Installation of idols at public places & processions will be prohibited during Ganesh Chaturthi & Moharram in Madhya Pradesh. Collection points will be set up in every ward/area to collect idols installed at home: State Information Department quotes CM Shivraj Singh Chouhan
— ANI (@ANI) August 21, 2020
রাত ৮.৫৫: মুম্বইয়ে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ৪০৬ জন।
1,406 new #COVID19 cases, 1,235 recoveries & 42 deaths reported in Mumbai today. Total number of positive cases increase to 1,34,223 in Mumbai, including 18,297 active cases, 1,08,268 recovered cases & 7,353 deaths: Brihanmumbai Municipal Corporation (BMC) pic.twitter.com/3iRoVJ78s5
— ANI (@ANI) August 21, 2020
রাত ৮.৫২: হরিয়ানায় নতুন করে করোনা আক্রান্ত ১,২০৩ জন।
1,203 new #COVID19 cases, 620 cured cases & 7 deaths reported today in Haryana. Total number of COVID cases stands at 52,129 in the state till date, out of which 8,131 are active cases, 43,413 are recovered cases & 585 people have died so far: State Health Department, Haryana pic.twitter.com/OHlJxRdSfQ
— ANI (@ANI) August 21, 2020
রাত ৮.৪৪: মধ্যপ্রদেশে নতুন করে করোনা ভাইরাস সংক্রমিত ১,১৪৭ জন।
1,147 new #COVID19 cases, 987 recovered cases and 14 deaths reported in Madhya Pradesh today. The total number of cases now at 50,640 including 10,928 active cases, 38,527 recoveries and 1,185 deaths: State Health Department, Govt. of Madhya Pradesh pic.twitter.com/jPUUBllxWF
— ANI (@ANI) August 21, 2020
রাত ৮.৪০: বিখ্যাত লোকসংগীত শিল্পী সারদা সিনহা করোনা আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে সংক্রমণের কথা জানান তিনি।
Padma Bhushan and popular folk singer Sharda Sinha tests positive for #COVID19.
The singer released a self-shot video on Facebook, confirming that she has tested positive for Corona pic.twitter.com/tp3TCOfndC
— ANI (@ANI) August 21, 2020
রাত ৮.৩৯: জেইই (মেইন) পরীক্ষা হবে আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে। নিট(ইউজি) পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর।
JEE (Main) exam to be held from 1st to 6th September and NEET (UG) on 13th September: National Testing Agency pic.twitter.com/ttHzCSQ3RF
— ANI (@ANI) August 21, 2020
রাত ৮.৩৬: এনসিপি নেতা শরদ পওয়ারের গোবিন্দবাগের বাংলোর চারজন পরিচারিকা করোনা আক্রান্ত।
4 domestic help workers working at NCP leader Sharad Pawar’s bungalow in Govind Baug, Baramati have tested positive for #COVID19. Nobody from his family has tested positive yet: District Health Official, Baramati District, #Maharashtra
— ANI (@ANI) August 21, 2020
রাত ৮.২৮: উত্তরাখণ্ডে নতুন করে করোনা আক্রান্ত ৪৪৭ জন।
447 new #COVID19 cases, 243 treated/cured cases reported in Uttarakhand today. Total positive cases in the state stand at 14,043 including 4,164 active cases, 9,676 recovered & 192 deaths: Uttarakhand State Control Room COVID-19 pic.twitter.com/EqIqN7Dq3O
— ANI (@ANI) August 21, 2020
রাত ৮.২৬: মধ্যপ্রদেশের মন্ত্রী গোপাল ভার্গব করোনা আক্রান্ত। নিজের টুইটে সংক্রমণের কথা জানালেন তিনি।
Madhya Pradesh Minister Gopal Bhargava says, his #COVID19 antigen test report is positive. pic.twitter.com/labpH5vnKZ
— ANI (@ANI) August 21, 2020
রাত ৮.২৪: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। তার ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। সংক্রমণের নিরিখে কলকাতাকে টেক্কা উত্তর ২৪ পরগনার। একদিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৬৮৯ জন। করোনা পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮২ জন।
3,245 new #COVID19 cases, 3,082 recovered cases & 55 deaths reported in West Bengal today. Total number of COVID cases stands at 1,32,364 in the state, including 27,804 active cases, 1,01,871 discharged cases & 2,689 deaths so far: Department of Health, Govt of West Bengal pic.twitter.com/3EtUP4RwRX
— ANI (@ANI) August 21, 2020
রাত ৮.১৮: মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত ১৪ হাজার ১৬১ জন।
14,161 new #COVID19 cases, 11,749 recoveries & 339 deaths reported in Maharashtra today. Total number of COVID cases rises to 6,57,450 in the state, which includes 4,70,873 recovered cases, 1,64,562 active cases & 21,698 deaths till date: State Health Department, Maharashtra pic.twitter.com/CM2nnfENrJ
— ANI (@ANI) August 21, 2020
রাত ৮.৮: কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৯৮৩ জন।
Kerala reported 1,983 new #COVID9 cases, 1,419 recoveries & 12 deaths in the last 24 hours, taking active cases to 18,673 & total recoveries to 35,247. Total 35,825 samples were tested in the last 24 hours: K K Shailaja, Health Minister, Government of Kerala
— ANI (@ANI) August 21, 2020
সন্ধে ৭.৫৭: পাঞ্জাবে নতুন করে করোনা আক্রান্ত ১,৫১৩ জন।
1,513 new #COVID19 cases, 856 cured cases & 34 deaths reported in Punjab today. Total number of cases rises to 39,327, including 14,443 active cases, 23,893 recovered cases & 991 deaths so far: State Health Department, Government of Punjab pic.twitter.com/i5IjcrGWqf
— ANI (@ANI) August 21, 2020
সন্ধে ৭.৩৭: চণ্ডীগড়ে ১১৬ জন নতুন করে করোনা আক্রান্ত।
116 #COVID19 cases & 2 deaths reported in Chandigarh today. Total number of cases rises to 2,631, including 1,170 active cases, 1,426 recoveries & 33 deaths till now: Health Department, UT-Chandigarh pic.twitter.com/dvaOWwgt6c
— ANI (@ANI) August 21, 2020
সন্ধে ৭.১৫: কর্ণাটকে নতুন করে করোনা আক্রান্ত ৭ হাজার ৫৭১ জন।
Karnataka reports 7,571 cases (2,948 in Bengaluru), 6,561 discharges and 93 deaths, taking total cases to 2,64,546 including 1,76,942 discharges and 4,522 deaths: State Health Department pic.twitter.com/5pExG68faB
— ANI (@ANI) August 21, 2020
সন্ধে ৬.৫৯: হিমাচল প্রদেশে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ৬১৭ জন।
The total tally of #COVID19 positive cases rises to 4,617 in Himachal Pradesh, including 1413 Active cases, 3,132 recovered cases & 47 deaths till date: State Health Department, Himachal Pradesh pic.twitter.com/sKtXliSX6a
— ANI (@ANI) August 21, 2020
সন্ধে ৬.৫০: দিল্লিতে ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে শুক্রবার ১১ হাজার ৬৪৯ জনের।
6,086 RTPCR/CBNAAT/TrueNat tests and 11,649 Rapid antigen tests conducted today. So far, 1,392,928 tests have been conducted so far & Tests Per Million (TPM) stands at 73,312: Health Department, Government of Delhi https://t.co/mxIGd7hL6F
— ANI (@ANI) August 21, 2020
সন্ধে ৬.৪৯: এস পি বালাসুব্রহ্মণমের আরোগ্য কামনায় শবরীমালায় বিশেষ পুজোপাঠের আয়োজন।
Kerala: Special prayers offered in the Sabarimala temple, for the recovery of playback singer S P Balasubrahmanyam who is critical in ICU.
“Devaswom board artists gave a musical performance as a prayer for his speedy recovery,” says Sunil Arumanoor, Devaswom Board, PRO pic.twitter.com/NwztyxY9E1
— ANI (@ANI) August 21, 2020
সন্ধে ৬.৪৮: দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ২৫০ জন।
Delhi reports 1,250 new #COVID19 positive cases, 1,082
discharges/recoveries and 13 deaths. Total number of cases now at 1,58,604 including 1,42,908 recovered cases, 11,426 active cases & 4,270 deaths. pic.twitter.com/STkUHPPWjg— ANI (@ANI) August 21, 2020
সন্ধে ৬.৪১: তামিলনাড়ুতে নতুন করে করোনা আক্রান্ত ৫ হাজার ৯৯৫ জন।
5,995 new #COVID19 cases, 5,764 recoveries & 101 deaths reported today in Tamil Nadu taking the total number of cases to 3,67,430 in the state including 53,413 active cases, 3,07,677 discharged cases & 6,340 deaths till date: National Health Mission, Tamil Nadu
— ANI (@ANI) August 21, 2020
সন্ধে ৬.২৩: কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ৯৮৩ জন।
1,983 new #COVID19 cases, 1,419 recoveries & 12 deaths reported in Kerala in the last 24 hours. There are 18,673 active cases and 35,247 have recovered so far: KK Shailaja, Kerala Health Minister (File pic) pic.twitter.com/N0Bo8TkS7N
— ANI (@ANI) August 21, 2020
সন্ধে ৬.২০: জম্মু ও কাশ্মীরে নতুন করে করোনা আক্রান্ত ৬৫৪ জন।
654 new #COVID19 cases reported from Jammu and Kashmir today; 114 from Jammu division and 540 from Kashmir division, taking the total number of cases in the Union Territory to 31,371. The death toll is at 593: Govt of J&K pic.twitter.com/OYJk7EPdyw
— ANI (@ANI) August 21, 2020
বিকেল ৫.৫৫: হরিয়ানায়ও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। লাগাম পরাতে শনি ও রবিবার অতি প্রয়োজনীয় দ্রব্য ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
All offices and shops except those selling essential items will remain closed in Haryana on every Saturday and Sunday due to #COVID19: State Health Minister Anil Vij pic.twitter.com/LbZZBTjvBO
— ANI (@ANI) August 21, 2020
বিকেল ৫.৫০: বৈষ্ণোদেবী দর্শন করতে গিয়ে করোনা আক্রান্ত বিহারের দুই বাসিন্দা।
Two pilgrims, residents of Bihar, have tested positive for COVID-19 in Reasi district of Jammu and Kashmir. They had come to visit Mata Vaishno Devi Temple: Reasi Deputy Commissioner Indu Kanwal Chib
— ANI (@ANI) August 21, 2020
বিকেল ৫.৪২: অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় দশ হাজার জন।
9,544 new #COVID19 cases, 8,827 recoveries & 91 deaths reported in Andhra Pradesh in the last 24 hours, taking the total number of cases to 3,34,940 including 87,803 active cases, 2,44,045 recoveries and 3,092 deaths: State Health Department, Andhra Pradesh pic.twitter.com/BYGz7x2Z4o
— ANI (@ANI) August 21, 2020
বিকেল ৫.৩০: অন্ধ্রপ্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিংয়ে বসেছেন মুখ্যমন্ত্রী জগলমোহন রেড্ডি।
Andhra Pradesh CM YS Jagan Mohan Reddy held a review meeting on #COVID19 situation in the state. He told officials that strength of COVID hospitals should be increased to 287 with addition of 149 more hospitals & doctors should be made available as soon as possible: CM’s Office pic.twitter.com/NifgncPbUp
— ANI (@ANI) August 21, 2020
বিকেল ৪.৫৩: মিজোরামে সক্রিয় করোনা আক্রান্ত ৪৭৫ জন।
Number of COVID-19 active cases in Mizoram stands at 475: State Information and Public Relations Department pic.twitter.com/sr8shXbWnB
— ANI (@ANI) August 21, 2020
বিকেল ৪.১৫: দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে ৭৪ শতাংশ।
বিকেল ৪.০৪: তামিলনাড়ু সরকারের সিদ্ধান্ত খারিজ করল মাদ্রাজ হাই কোর্ট। জানিয়ে দিল, এককভাবে গণেশ মূর্তি বিসর্জন দেওয়া যাবে।
Madras High Court upholds Tamil Nadu government’s order, banning Vinayak Chaturthi (Ganesh Chaturthi) processions in the state; allows individuals to immerse idols. #COVID19 pic.twitter.com/lRc63Ok6tR
— ANI (@ANI) August 21, 2020
দুপুর ৩.২০: হংকংয়ের নাগরিকদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত সরকারের।
দুপুর ২.৩০: করোনা পরীক্ষার নয়া মেশিন বানিয়েছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। সহজেই করোনা আক্রান্তকে চিহ্নিত করতে পারবে।
Researchers at Birla Institute of Technology, Ranchi are developing an aptamer-based diagnostic kit for detection of #COVID19. It can detect a number of infections in precise & efficient manner, besides making detection of #COVID19 less costly: Ministry of Science & Technology
— ANI (@ANI) August 21, 2020
দুপুর ১.৪৫: ঝাড়খণ্ডে করোনা আক্রান্ত আরও ৮৩২ জন।
Jharkhand recorded 820 new #COVID19 cases, 879 recovered cases & 13 deaths on 20th August. Total COVID positive cases stand at 27,341 including 9,505 active cases, 17,445 recovered/discharged cases & 291 deaths till date: State Health Department, Jharkhand pic.twitter.com/HNEyMaTpaa
— ANI (@ANI) August 21, 2020
দুপুর ১.৪০: হিমাচল প্রদেশে করোনা আক্রান্ত আরও ৩৪ জন।
Jharkhand recorded 820 new #COVID19 cases, 879 recovered cases & 13 deaths on 20th August. Total COVID positive cases stand at 27,341 including 9,505 active cases, 17,445 recovered/discharged cases & 291 deaths till date: State Health Department, Jharkhand pic.twitter.com/HNEyMaTpaa
— ANI (@ANI) August 21, 2020
দুপুর ১.২২: লালুপ্রসাদ যাদবের বাড়িতে মোতায়েন নয় নিরপত্তাকর্মী করোনা আক্রান্ত।
Nine security personnel deployed for Lalu Prasad’s security, have tested positive for #COVID19. They’ve been removed from their duties. RIMS has requested concerned authorities to deploy 9 new security personnel: Dr Umesh Prasad, treating physician of RJD chief Lalu Prasad Yadav
— ANI (@ANI) August 21, 2020
দুপুর ১২.৫৩: করোনা আক্রান্ত গোয়ার বিধায়ক রবি নায়েক।
বেলা ১২.৪৫: মহারাষ্ট্রে অর্থনৈতিক কার্যকলাপে ছাড় দেওয়া হয়েছে। শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু মন্দির খোলার অনুমতি দেওয়া হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট।
বেলা ১২.৩০: রাজস্থানের করোনা পরিস্থিতি নিয়ে বিধানসভায় শাসক ও বিরোধীদের মধ্যে তুঙ্গে বাদানুবাদ। ৩০ মিনিটের জন্য বিধানসভা মুলতুবি করে দেওয়া হয়েছে।
বেলা ১২.১৪: ২৮ আগস্ট থেকে পাঞ্জাবে বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে। অধিবেশনে যোগ দিতে করোনা নেগেঠিব রিপোর্ট আনা বাধ্যতামূলক। জানিয়ে দিলেন পাঞ্জাবের বিধানসভার স্পিকার।
Latest Corona negative report will be mandatory for Ministers, MLAs, officers and employees to attend the session of Punjab Vidhan Sabha, that begins on August 28: Rana KP Singh, Punjab Assembly Speaker
— ANI (@ANI) August 21, 2020
বেলা ১২.০০: গণেশ চতুর্থী পালন করতে কোনও ছাড় দেওয়া হবে না। মাদ্রাজ হাই কোর্টে জানিয়ে দিল তামিলনাড়ু সরকার।
সকাল ১১.৪৭: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সংক্রমিত ৩০৩ জন পুলিশ কর্মী। পাঁচজনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাবেড়ে দাঁড়াল ১৩ হাজার ১৮০ জন।
#Maharashtra Police records 303 new #COVID19 cases and 5 deaths over the last 24 hours.
Total cases in the force stand at 13,180, including 2,389 active cases and 136 deaths. pic.twitter.com/fvXlavDkbc
— ANI (@ANI) August 21, 2020
সকাল ১১.৪০: ওড়িশায় একদিনে আক্রান্ত আড়াই হাজারের বেশি।
2,698 new cases in Odisha take the total number of #COVID19 cases in the state to 72,718, out of which 48,576 people have recovered while there are currently 23,699 active cases. Death toll at 390: State Health Department, Odisha
— ANI (@ANI) August 21, 2020
সকাল ১১.১০: করোনার মোকাবিলা করতে কি বিসিজি টিকা কাজ করে? তা জানতে মুম্বইয়ের বিভিন্ন হাসপাতারে পরীক্ষামূলক ট্রায়াল শুরু করছে আইসিএমআর।
সকাল ১০.৫৩: বাংলার দুই জেলায় কমল কনটেনমেন্ট জোনের সংখ্যা। হাওড়ায় আগে কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৯২টি। কমে দাঁড়াল ৮২টি। আবার দক্ষিণ ২৪ পরগণাক কনটেনমেন্ট জোনের সংখ্যা ৬১ থেকে কমে হল ৫৬টি।
সকাল ১০.৪৩: বীরভূমে লকডাউন চলছে। বন্ধ দোকানপাট। রাস্তাঘাটও ফাঁকা।
West Bengal: Bi-weekly lockdown is being observed in Birbhum in view of #COVID19 outbreak.
The state will observe complete lockdown for 2 days every week until the end of August. There are 1,29,119 COVID19 cases in the state, as per the latest state health department bulletin. pic.twitter.com/Xqk983vCzQ
— ANI (@ANI) August 21, 2020
সকাল ১০.৩১: অস্ট্রেলিয়ায় সংক্রমণ কমাতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সকাল ১০.১২: দেশে করোনায় মৃত্যুহার কমে ১.৮৯ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৭৪.৩০ শতাংশ।
সকাল ১০.০০: শালবনি করোনা হাসপাতালে আত্মহত্যা করল ভরতি থাকা এক রোগী। গোপাল ঘড়ুই (৪৫) করোনার উপসর্গ নিয়ে গত ১২ ই আগস্ট ভর্তি হয়েছিলেন শালবনিতে। খড়গপুর গ্রামীণ থানা এলাকার সুলতান পুরের বাসিন্দা তিনি।
সকাল ৯.৫০: খড়গপুরে লকডাউন সফল করতে টহল দিচ্ছে পুলিশ।
West Bengal: Police patrols in areas around Kharagpur as bi-weekly lockdown is being observed to contain #COVID19.
The state will observe complete lockdown for 2 days every week until end of August. There are 1,29,119 COVID19 cases, as per the latest state health dept bulletin. pic.twitter.com/2TB7QqoYBP
— ANI (@ANI) August 21, 2020
সকাল ৯.২৪: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত আরও ৬৮ হাজার ৮৯৮ জন। মৃত্যু হয়েছে ৯৮৩ জনের।
Spike of 68,898 cases and 983 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 29,05,824 including 6,92,028 active cases, 21,58,947 cured/discharged/migrated & 54,849 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/nQiUNmqzXD
— ANI (@ANI) August 21, 2020
সকাল ৯.১৮: করোনায় মৃত্যু হল বলিউড অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খানের। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন তিনি।
Aslam Khan, younger brother of veteran actor Dilip Kumar passed away early morning today. He had diabetes, hypertension and ischaemic heart disease and had tested positive for #COVID19: Lilavati Hospital, Mumbai #Maharashtra
— ANI (@ANI) August 21, 2020
সকাল ৯.১৩: শিলিগুড়িতে চলছে লকডাউন। ফাঁকা রাস্তাঘাট।
West Bengal: Siliguri observes bi-weekly lockdown to contain the spread of #COVID19.
The state will observe complete lockdown for two days every week till the end of August. pic.twitter.com/w6HvVo14Sv
— ANI (@ANI) August 21, 2020
সকাল ৯.১০: গত ২৪ ঘণ্টায় আট লক্ষেরও বেশি লালরসের নমুনা পরীক্ষা করা হয়েছে।
Total number of samples tested up to 20th August is 3,34,67,237 including 8,05,985 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/8KRIcp0ndF
— ANI (@ANI) August 21, 2020
সকাল ৯.০০: কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উদয়শংকর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হল করোনায়। চারদিন ধরে ভেন্টিলেশনের ছিলেন তিনি। শুক্রবার ভোরে মৃত্যু হয়। এ নিয়ে কলকাতা পুলিশে ৯ জন করোনার বলি হলেন।
সকাল ৮.২৫: বাংলায় চলছে ৪৮ ঘণ্টার লকডাউন। রাস্তায় চলছে কড়া নজরদারি। লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে লেকটাউনে গ্রেপ্তার তিন। গড়িয়াহাটে বাজারে বেরিয়ে গ্রেপ্তার আরও এক।
সকাল ৮.২০: নিউ ইয়র্কে ক্রীড়াবিদদের জন্য জিম খুলে দেওয়া হচ্ছে।
সকাল ৮.১৫: দেশের রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী, প্রতি এক লক্ষ জনসংখ্যায় ১৪০ জনের পরীক্ষা করা কথা। ভারতে চার চেয়ে অনেক বেশি পরীক্ষা করা হচ্ছে বলে দাবি স্বাস্খ্য সংস্থার।
সকাল ৮.০৭: লাতিন আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
সকাল ৮.০০: আগস্টে সর্বাধিক সংক্রমণের সাক্ষী থাকল ভারত। দেশে ইতিমধ্যে আক্রান্ত হয়েছিলেন ১২ লক্ষ। যা বিশ্বে সর্বাধিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.