Advertisement
Advertisement

আজ সর্বভারতীয় জয়েন্টের ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

আগামী ২১ মে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

JEE Main Exam Result 2017 To Be Declared Today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2017 4:47 am
  • Updated:April 27, 2017 4:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০১৭-র ফলাফল প্রকাশিত হচ্ছে বৃহস্পতিবার৷ ফলপ্রকাশ করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(CBSE)৷ jeemain.nic.in ও cbseresults.nic.in ওয়েবসাইট থেকে জানা যাবে ফলাফল৷ গত ১৮ এপ্রিল জয়েন্টের (মেইন) উত্তরপত্রের(ওএমআর) স্ক্যান করা কপি ওয়েবসাইটে আপলোড করে CBSE৷ প্রতি বছর প্রায় ১২ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেন৷

আজ কী করে জানবেন ফল?

Advertisement

জয়েন্ট এন্ট্রান্স এগজ্যামিনেশন(মেইন) ২০১৭-র রেজাল্ট জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন৷

আপনার অ্যাপ্লিকেশন নম্বর, নাম ও জন্মতারিখ এন্টার করুন৷

সাবমিট অপশনে ক্লিক করুন৷

আপনার কম্পিউটারের পর্দায় ফলাফল দেখতে পারবেন৷ ফলাফলের একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন৷

JEE-র নম্বর NIT, IIT ও অন্যান্য কেন্দ্রীয় অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশনের জন্য গ্রাহ্য হবে৷ সর্বভারতীয় জয়েন্টে উত্তীর্ণরা আইআইটি-তে পড়ার জন্য সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড-এ বসার যোগ্যতা অর্জন করবেন৷ এবছর সর্বভারতীয় জয়েন্টে দ্বাদশ শ্রেণির ফলাফলের জন্য কোনও ওয়েটেজ নেই৷ গত ২ এপ্রিল খাতায়-কলমে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়৷ ৮ ও ৯ এপ্রিল অনলাইনে পরীক্ষা হয়৷ আগামী ২১ মে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ পরীক্ষাটি নেবে আইআইটি মাদ্রাস৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement