ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (JEE Main) প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের দিন ঘোষণা করার পথে এনটিএ। জানুয়ারি মাসের প্রথম দিকেই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। ২০২৩ সালের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের প্রথম সেশনের পরীক্ষা শুরু হবে ২৪ জানুয়ারি। তার আগে চলতি সপ্তাহেই পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করে দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকেই খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
আগেই জানা গিয়েছিল, ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের প্রথম সেশনের পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা জানতে পেরেছেন, কোন শহরে তাঁদের পরীক্ষা দিতে হবে। চলতি সপ্তাহেই অ্যাডমিট কার্ড প্রকাশ করবে পরীক্ষার সংস্থা। এক নজরে দেখে নিন এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সহজ পদ্ধতি।
দেশজুড়ে প্রায় ১০ লক্ষ পড়ুয়া সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে চলেছেন। জানা গিয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র দু’টি ভাগে ভাগ করা হয়েছে। সেকশন এ-তে মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। এই বিভাগের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর পিছু চার নম্বর পাবে পরীক্ষার্থীরা। তবে ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। সেকশন বি-তে অঙ্ক ভিত্তিক প্রশ্ন থাকবে। মোট ১০টি প্রশ্নের মধ্যে যেকোনোও পাঁচটি উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। তবে এই বিভাগে ভুল উত্তরের জন্য নম্বর কাটার নিয়ম নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.