সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী আবহেই JEE অ্যাডভান্সের পরীক্ষা হয়েছে। সোমবার ফলও প্রকাশ হয়েছে। কিন্তু তাতেও স্বস্তি মিলল না। এদিনই পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন জমা পড়েছে দিল্লি হাই কোর্টে। তা নিয়ে শিক্ষামন্ত্রকে নোটিস পাঠাল দিল্লি হাই কোর্ট। কিন্তু ফলপ্রকাশের পরও কেন এমন নোটিশ পাঠানো হল?
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, JEE অ্যাডভান্স পরীক্ষার দিন তাঁর ছেলেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রায় ৪৫ মিনিট হেনস্তা করা হয়। তাই নতুন করে পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রককে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাই কোর্ট।
Delhi High Court issues notice to Ministry of Education & others on a petition seeking a stay on the declaration of #JEEAdvanced2020 result, and conducting of fresh exams on a plea by a man that “his son was hounded for 45 minutes at the exam centre” before being allowed to enter pic.twitter.com/SykxbwPjHA
— ANI (@ANI) October 5, 2020
এদিকে এদিনই প্রকাশিত হল Joint Entrance Examination (JEE) Advanced 2020-এর ফলাফল। সর্বভারতীয় এই প্রবেশিকায় প্রথম স্থান অর্জন করেছেন পুনের চিরাগ ফ্যালর। সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। ২৭ সেপ্টেম্বর প্রায় এক লক্ষ পড়ুয়া এই পরীক্ষা দিয়েছিলেন। মোট ২২২টি শহরে ১০০১ সেন্টারে পরীক্ষা হয়েছিল। এদিন আইআইটি দিল্লি All India Rankings (AIR) ও স্কোরকার্ড প্রকাশ করেছে। এই পরীক্ষায় উত্তীর্ণরা IIT, IISc, IISER ইত্যাদি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবেন।
কীভাবে দেখা যাবে পরীক্ষার ফল?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.