সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেডিইউ মুখপাত্রের পদ ছাড়লেন বর্ষীয়ান নেতা কে সি ত্যাগী। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নীতীশের দলের মুখপাত্রের পদ ছাড়লেন ওই প্রবীণ নেতা। মনে করা হচ্ছে, বিজেপির রোষে পড়েই পদ খোয়াতে হয়েছে কে সি ত্যাগীকে।
নীতীশ কুমারের বারবার পালাবদল হোক, বা যে কোনও বিতর্কিত ইস্যুতে দলের বিপদের সময় হোক। দিল্লির সংবাদমাধ্যমে বারবার দলের মুখরক্ষা করেছেন কে সি ত্যাগী। সংসদেও দলের হয়ে বিভিন্ন ইস্যুতে দলের হয়ে সরব হয়েছেন এই প্রবীণ নেতা। বস্তুত দিল্লিতে নীতীশের দলের মুখ ছিলেন কে সি ত্যাগী। কিন্তু রবিবার দলের মুখপাত্রের পদ ছেড়ে দিলেন তিনি।
নিজের ইস্তফাপত্র তিনি জানিয়েছেন, “অন্যান্য দায়িত্ব পালনের মাঝে আমি মুখপাত্রের পদে সুবিচার করতে পারছিলাম না। তাই ব্যক্তিগত কারণেই আমি পদ ছাড়ছি।” তবে রাজনৈতিক মহলের বক্তব্য, কে সি ত্যাগীর সাম্প্রতিক কিছু মন্তব্যে বিজেপির শীর্ষ নেতারা ক্ষুব্ধ। ওয়াকফ বিল, জাতিগত জনগণনা-সহ একাধিক ইস্যুতে সরকারের সমালোচনা করেছেন তিনি। এমনকী, ইজরায়েল যুদ্ধ নিয়েও সরকার বিরোধী অবস্থান নিয়েছেন তিনি। তাতেই খাপ্পা হয় বিজেপি। তাঁরাই জোটসঙ্গীকে চাপ দিয়ে ইস্তফা দিতে বাধ্য করালেন ত্যাগীকে।
জেডিইউ অবশ্য সেসব অস্বীকার করেছে। দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কে সি ত্যাগী ব্যক্তিগত কারণে মুখপাত্রের পদ ছেড়েছেন। তাঁর জায়গায় ওই পদে আসছেন রাজীব রঞ্জন সিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.